বিনোদন

প্রচারণার লক্ষ্যে মাঠে নামবেন আজ

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৮:১৩ পূর্বাহ্ন

আসছে ৬ই এপ্রিল মুক্তি পাবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ছবি ‘স্বপ্নজাল’। তাই ছবির প্রচারণার জন্য নির্মাতার হাতে আর বেশি সময় নেই। ছবির মুক্তিকে কেন্দ্র করে প্রচারাণার লক্ষ্যে মাঠে নামবে আজ ‘স্বপ্নজাল’-এর কলাকুশলীরা। এ প্রসঙ্গে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম মানবজমিনকে বলেন, আজ দুপুর ১২টায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে যাব। সেখানে দুই ঘণ্টা ছবিবিষয়ক নানা কথাবার্তা বলব আমরা। এরপর অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও যাওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া নিকুঞ্জ-১ এলাকার বেঙ্গল অফিসে এ মাসের ২৭ ও ২৮ তারিখে ছবির প্রচারণার জন্য ছবির শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের কথা বলার পাশাপাশি ফটোসেশনের আয়োজনও করার পরিকল্পনা করছি। এর আগে গিয়াসউদ্দিন সেলিম তার নতুন ছবির মুক্তি উপলক্ষে গত ২৬শে মার্চ রাতে লালমাটিয়ার অফিসে শিল্পী
ও কলাকুশলীদের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানের আয়োজনও করেন। সেখানে এ ছবির ট্রেইলার ও গান দেখানো হয়। পরীমনি বলেন, ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ছবিতে আমার চরিত্রের নাম শুভ্রা। আর ইয়াশ রোহানকে অপু চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শক। শুটিংয়ের পর নিজেকে আর পরী মনে হচ্ছিল না, ভাবতে লাগলাম আমি শুভ্রা। এখনো শুভ্রা হয়েই আছি। ছবি মুক্তির আগে শুভ্রা থেকে আমি বের হতে পারব বলে মনে হচ্ছে না। ‘স্বপ্নজাল’ ছবিতে অন্য অভিনয়শিল্পীরা হলেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বারতা। উল্লেখ্য, ‘স্বপ্নজাল’ ছবির নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ মুক্তি পায় ২০০৯ সালের ১৩ই ফেব্রুয়ারি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status