বিনোদন

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ববিতার আহ্বান

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৮:১৩ পূর্বাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। গত ২৩শে মার্চ বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায় ও শিশুশ্রম রোধে সচেতনতামূলক কনসার্ট ‘কনসার্ট ফর চিলড্রেন’-এর আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ডিসট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল-ডিসিআইআই। এই অনুষ্ঠানে ডিসিআইআইর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ইংরেজি ভাষায় ববিতার গঠনমূলক বক্তব্য সবাইকে উৎসাহিত করে। তিনি বলেন, প্রায় ১০ বছর ধরে ডিসিআইআইর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও এ সংগঠনের হয়ে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করে আসছি শুরু থেকেই। যারা আমাকে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রেখেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকের অনুষ্ঠানে সবার আন্তরিক অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করতে ভালোবাসি যে আমরা চাইলেই যার যার অবস্থানে থেকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পারি। সবাই পাশে দাঁড়ালেই সুবিধাবঞ্চিত শিশুরাও মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে তারাও। ডিসিআইআইর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক বলেন, ববিতা আপা শুরু থেকেই ডিসিআইআইর সঙ্গে আছেন। তিনি সবসময়ই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বপ্রণোদিত হয়েই কাজ করছেন। ডিসিআইআইর মূল উদ্দেশ্য হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায়ে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে আগ্রহীদের একাত্ম করার মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন করা। ড. এহসান জানান, ডিসিআইআই নিজস্ব অর্থায়নে রাজধানীর মোহাম্মদপুরে ৫০ জনেরও বেশি এতিম শিশুর খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি দেশের সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে থাকে। এ কার্যক্রম শুধু ঢাকায়ই নয়, ঢাকার বাইরেও করে থাকে ডিসিআইআই। উল্লেখ্য, শুক্রবারের সচেতনতামূলক কনসার্টে সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিনসহ আরো অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status