বিনোদন

এক স্লিপ

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চার স্বল্পদৈর্ঘ্য ছবি

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৮:১২ পূর্বাহ্ন

চলতি বছরের ৮ই মে ৭১তম কান চলচ্চিত্র উৎসব শুরু হবে। প্রতিবারের মতো এবারো ফ্র্যান্সের কান শহরের এই উৎসবে বেশকিছু ক্যাটাগরিতে বিভিন্ন দেশের নির্মাতাদের ছবি লড়াই করবে। শেষ খবর পাওয়া পর্যন্ত এবারের উৎসবে বাংলাদেশ থেকে শর্ট ফিল্ম কর্নারে চারটি ছবি দেখানো হবে। এগুলোর মধ্যে একটি হচ্ছে ‘কমন জেন্ডার’ খ্যাত পরিচালক নোমান রবিন পরিচালিত ‘আ কোয়ার্টার মাইল কান্ট্রি’। কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম ক্যাটালগে প্রকাশ পেয়েছে এর বিস্তারিত। ৩৫ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে উঠে এসেছে রোহিঙ্গা ইস্যু। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া ও তানভীর সেজান ফিল্মস। বাকি তিনটি হচ্ছে মনজুরুল আলম পরিচালিত ১১ মিনিট দৈর্ঘ্যের ‘মেঘে ঢাকা’, জসিম আহমেদ নির্মিত ‘আ পেয়ার অব স্যান্ডেল’ এবং ইকবাল হোসাইন চৌধুরীর ‘রোয়াই’। এ ছবিও নির্মিত হয়েছে রোহিঙ্গা ইস্যু নিয়ে। ঘরানার দিক থেকে ‘রোয়াই‘ একটি শতভাগ আর্ট ফিল্ম। অন্যদিকে, বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘে ঢাকা’-এর গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন মনজুরুল আলম। একটি সুবিধাবঞ্চিত শিশুর জীবিকা ও সংগ্রাম নিয়ে ১১ মিনিটের এ ছবিটি তৈরি করা হয়েছে। এবারের কান উৎসবে শর্ট ফিল্ম কর্নারে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status