বাংলারজমিন

বিবস্ত্র ভিডিও ইন্টারনেটে দেয়ার হুমকি যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

বিবস্ত্র অবস্থায় ভিকটিমের ভিডিও ধারণ করে তা ফেসবুকে তথা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকির অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কালীগঞ্জ থানা এলাকা থেকে গত বৃহস্পতিবার ভোরে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে। পরে ওই যুবলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া রেজাউর রহমান আশরাফী খোকন পৌর এলাকার তুমুলিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই নূর মোহাম্মদ মামলার এজাহারের বরাত দিয়ে জানান, কালীগঞ্জ বাজার এলাকার স্থানীয় এক পোলট্রি ব্যবসায়ীর স্ত্রী তার স্বামী সন্তান নিয়ে ভিকটিম বসবাস করেন। দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে এবং অফিসে যাওয়ার আসার পথে আটকিয়ে ওই যুবলীগ নেতা ভিকটিমকে বিভিন্ন কুপ্রস্তাব দিতো ও যৌন উত্তেজনামূলক নানা ধরনের অশ্লীল কথাবার্তা বলে তাকে উত্ত্যক্ত করতো। তার এ কুপ্রস্তাবে রাজি না হলে অপহরণ করে ভিকটিমসহ তার সপরিবারের সদস্যদের হত্যার পর লাশ ঘুম করে ফেলার হুমকি দিতো বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২০শে মার্চ রেজাউল ভিকটিমের ইমো একাউন্টে ধারণ করা ভিডিওটি ম্যাসেজ করে পাঠায় এবং এই বলে হুমকি দেয় তার সঙ্গে যোগাযোগ না করলে ওই ভিডিওটি ফেসবুকে তথা ইন্টারনেটে ছেড়ে দেবে।আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, দুপুরে গ্রেপ্তারকৃত খোকনের আইনজীবীরা জামিন চেয়ে সিনিয়র জুডিশিয়াল আদালতে আবেদন করলে আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status