বাংলারজমিন

কিশোরগঞ্জে শিশুদের ব্যতিক্রমী একদিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

সকাল ১০টা বাজতে না বাজতেই মুখর শহরের সমবায় প্রাঙ্গণ। এ যেন শিশু-কিশোরদের মেলা। রঙতুলি নিয়ে মেঝেতে বসে সবাই ব্যস্ত আঁকাজোকায়। তাদের আঁকাজোকা শেষ হতে না হতেই একদল বসে পড়েছে কাগজ-কলম নিয়ে। তারা নিমগ্ন মাতৃভূমিকে নিয়ে শব্দের গাঁথুনিতে। আবার আরেক দল ব্যস্ত শব্দ আর ছন্দের উচ্ছ্বাসে। আর এভাবেই শতাধিক শিশু-কিশোর অংশ নেয় রচনা লেখা, আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিমিটেড শুক্রবার আয়োজন করে এসব প্রতিযোগিতার। প্রতিযোগিতাকে কেন্দ্র করে আনন্দ-উচ্ছ্বাসে ভিন্নরকম একদিন কাটে অংশগ্রহণকারী শিশু-কিশোদের। সৃষ্টিশীল কাজে তারাও যে একদিন দেশের যোগ্য নাগরিকে পরিণত হতে যাচ্ছে, সেই সক্ষমতার জানানই যেন দেয় তারা। সুযোগ পেয়ে নিজেদের প্রতিভার ছাপ রাখে তারা প্রতিযোগিতার সবক’টি বিভাগে।
কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিমিটেড- এর সাধারণ সম্পাদক খসরুজ্জামান তুহিন জানান, আগামী ২৬শে মার্চ দেশবাসী মহান স্বাধীনতা দিবস উদযাপন করবেন। স্বাধীনতা দিবসের এই উৎসব আয়োজনকে অন্য সবার মতো শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু-কিশোরেরা পরম মমতা ও যত্নে রঙতুলিতে নিজেদের ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতি ক্যানভাসে তুলে এনেছে। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ছাড়াও শিশু-কিশোরেরা অংশ নিয়েছে রচনা লেখা ও আবৃত্তি বিষয়ের প্রতিযোগিতায়। প্রতিযোগিতার এসব বিভাগেও তাদের স্বতঃস্ফূর্ত ও সাবলিল অংশগ্রহণ চোখে পড়ে। প্রতিযোগিতায় বিশিষ্ট চিত্রশিল্পী এম এ কাইয়ুম, শিক্ষাবিদ খালেদা ইসলাম, অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, ছড়াকার সামিউল হক মোল্লা, শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ বিচারকের দায়িত্ব পালন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status