দেশ বিদেশ

সাংগঠনিক সফরে যাচ্ছেন বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

তৃণমূলে সফরে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে বেগবান, সাংগঠনিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও আগামী জাতীয় নির্বাচনের প্রাকপ্রস্তুতির বার্তা নিয়ে তারা জেলা সফর করবেন। দলের ৭৮টি সাংগঠনিক জেলার সফরে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ইতিমধ্যে গঠন করা হয়েছে ৩৭টি সাংগঠনিক টিম। দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের প্রধান করে গঠন হয়েছে টিমগুলো। চলতি মাসের শেষ সপ্তাহে সাংগঠনিক সফর শুরু করতে যাচ্ছে বিএনপি। সারা দেশে ৭৮টি সাংগঠনিক জেলায় ৩৭টি দল একযোগে জেলা সফরে যাবে। ১০ই এপ্রিলের মধ্যে টিমগুলোর সফর শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে। সফর শেষে দায়িত্বপ্রাপ্ত নেতারা বিএনপি মহাসচিবকে সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক ও রাজনৈতিক প্রসঙ্গে একটি প্রতিবেদন জমা দেবেন। সাংগঠনিক সফরকে কেন্দ্র করে আগামীকাল শনিবার দলের একটি যৌথসভাও ডাকা হয়েছে। বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতা জানান, চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয় হয়েছিলেন। সেটাকে কাজে লাগিয়ে নির্বাচন সামনে রেখে জনগণকে সম্পৃক্ত করার কৌশল নিয়ে এগোচ্ছিলেন বিএনপি। কিন্তু খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেয়া কর্মসূচি সরকারের ওপর কোনো চাপ তৈরি করতে পারেনি। বরং বাছাই করা মাঝারি সারির বেশ কিছু নেতা গ্রেপ্তারের শিকার হয়েছেন। এই অবস্থায় হতাশায় পড়া নেতাকর্মীদের চাঙা করতে ফের সাংগঠনিক সফরের উদ্যোগ নেয়া হয়েছে। টিমের প্রধানরা হলেন- ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও মানিকগঞ্জে ড. খন্দকার মোশাররফ হোসেন, মুন্সীগঞ্জ ও গাজীপুরে ব্যারিস্টার মওদুদ আহমদ, বরিশাল জেলা ও মহানগরে মির্জা আব্বাস, ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও নোয়াখালীতে ড. আবদুল মঈন খান, রাজশাহী জেলা ও মহানগরে নজরুল ইসলাম খান,  কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগরে আমীর খসরু মাহমুদ চৌধুরী, খুলনা জেলা ও মহানগরে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, সিলেট জেলা ও মহানগরে মোহাম্মদ শাহজাহান, বগুড়া ও পাবনায় ইকবাল হাসান মাহমুদ টুকু, জামালপুরে মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী, শেরপুর ও নেত্রকোনায় আহমদ আযম খান, মৌলভীবাজার ও হবিগঞ্জে ইনাম আহমেদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে গোলাম আকবর খোন্দকার, নাটোর ও সিরাজগঞ্জে ডা. এজেডএম জাহিদ হোসেন, মাদারীপুর ও শরীয়তপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সুনামগঞ্জে শওকত মাহমুদ, কক্সবাজার ও বান্দরবানে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে অধ্যাপক জয়নাল আবেদীন, নরসিংদী ও টাঙ্গাইল মনিরুল হক চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে বরকতউল্লাহ বুলু, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে আবদুস সালাম, সৈয়দপুর ও নীলফামারীতে মিজানুর রহমান মিনু, দিনাজপুর ও কুড়িগ্রামে আবুল খায়ের ভূঁইয়া, রাজবাড়ী ও ফরিদপুরে ফজলুর রহমান, গোপালগঞ্জে তৈমুর আলম খন্দকার, কুষ্টিয়া ও মেহেরপুরে জয়নুল আবদিন ফারুক, চুয়াডাঙ্গায় আতাউর রহমান ঢালী, ঝিনাইদহ ও সাতক্ষীরা নিতাই রায় চৌধুরী, বরগুনা ও ঝালকাঠিতে মজিবুর রহমান সরোয়ার, পিরোজপুর ও পটুয়াখালীতে খায়রুল কবীর খোকন, মাগুরা ও নড়াইলে হাবিবুর রহমান হাবিব, রংপুর জেলা ও মহানগরে হারুন অর রশিদ, ভোলায় শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, গাইবান্ধায় হাবিবুর ইসলাম হাবিব, জয়পুরহাটে মীর সরাফত আলী সপু এবং নওগাঁয় হেলালুজ্জামান লালু। উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বর থেকে গত চার মাসে এটি তাদের তৃতীয় সাংগঠনিক সফর। এর আগে ডিসেম্বরে প্রথম দফা ও ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় নেতারা জেলা সফর করেন। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানান, সুপ্রিম কোর্ট খালেদা জিয়ার জামিন স্থগিত করার পর নীতিনির্ধারকেরা নিশ্চিত হয়েছেন তাকে কারাবন্দি রেখেই সরকার নির্বাচনের পথে এগোচ্ছে। ডিসেম্বরের আগে নির্বাচন অনুষ্ঠানের কথাও কানাঘুষা আছে। এই অবস্থায় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের করণীয় নিয়ে কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলেছেন। তারপরই বৈঠকে বসে সিনিয়র নেতারা সাংগঠনিক সফরের সিদ্ধান্ত নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status