খেলা

শিরোপার লড়াই শুরু আজ

স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লীগ পর্ব শুরু হচ্ছে আজ। ঘরোয়া লিস্ট ‘এ’ আসরের তিন ম্যাচে মাঠে নামছে ছয়টি দল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গত দুইবারের দুই চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স ও আবাহনী লিমিটেড। ফতুল্লা খান সাহেব ওসমান আলী মাঠে লড়াই প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও আসরে প্রথমবারের মতো সুপার লীগের কৃতিত্ব দেখানো খেলাঘর সমাজকল্যাণ সমিতির। সুপার লীগের অপর ম্যাচে আজ সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি-৩) মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এবার সুপার লীগে উঠতে ব্যর্থ হয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আসরের রাউন্ড রবিন লীগের খেলা শেষ করে তারা। এতে তালিকায় সপ্তম স্থান নিয়ে প্রথমবারের মতো আসরের সুপার লীগে খেলতে না পারার হতাশায় ডোবে ঢাকার জনপ্রিয় ক্লাবটি। এবার সুপার লীগে উঠতে পারেনি কোচ খালেদ মাসুদ পাইলটের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও। এবারের চার দল গাজী গ্রুপ, আবাহনী, দোলেশ্বর ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব যথারীতি খেলেছিল ২০১৭’র আসরের সুপার লীগে। তবে এবার মোহামেডান ও প্রাইম ব্যাংকের বদলে প্রথম পর্বে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকেই সুপার লীগে পা রেখেছে তারকাখচিত দল আবাহনী লিমিটেড। ১১ ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে তালিকার পরের দুই স্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি। শিরোপা ধরে রাখতে হলে আজ চাই গতবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। প্রথম পর্বে ১১ ম্যাচে গাজী গ্রুপের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ১২ পয়েন্টে তালিকার পঞ্চম স্থান নিয়ে প্রথম পর্বের খেলা শেষ করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লায় ব্যক্তিগত লড়াই দু’দলের চার তিন ব্যাটসম্যানেরও।
এবারের রাউন্ড রবিন লীগে সর্বাধিক ৫৭০ রানের কৃতিত্ব খেলাঘর সমাজকল্যাণ সমিতির ভারতীয় ব্যাটসম্যান অশোক মেনারিয়ার। যথাক্রমে ৫৩৬ ও ৫২৯ রান নিয়ে তালিকার পরের দুই স্থানে রয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের দুই ব্যাটসম্যান আবদুল মজিদ ও নাঈম ইসলাম। প্রথম পর্বে সর্বাধিক ৩০ উইকেট শিকার আবাহনী লিমিটেডের পেস তারকা মাশরাফি বিন মুর্তজার। দ্বিতীয় সর্বাধিক ২৮ উইকেট রয়েছে মোহামেডানের তরুণ পেসার কাজী অনিকের ঝুলিতে।


আজকের খেলা
আবাহনী-গাজী গ্রুপ
খেলাঘর-দোলেশ্বর
রূপগঞ্জ-শেখ জামাল
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status