খেলা

২৬ মাস পর ফুটবল দলের জয়

স্পোর্টস রিপোর্টার

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

অবশেষে জয়ের দেখা পেয়েছে জাতীয় ফুটবল দল। দুই বছর দুই মাস পর জয় দেখলো তারা। তবে কোনো জাতীয় দল নয়, বাংলাদেশের জয়টি এসেছে থাইল্যান্ডের প্রিমিয়ার লীগের ক্লাব ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে জয়ী হয় ৪-৩ গোলে। লাওস ম্যাচের আগে রাচাবুরি এফসির বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছিলো অ্যান্ডু্র অর্ডের শিষ্যরা। থাইল্যান্ড সফররত জাতীয় ফুটবল দল ওই ম্যাচে শেষ মুহূর্তের গোলে হেরে যায়। হারের মধ্যদিয়েই বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক ঘটে অর্ডের।
২০১৬ সালের জানুয়ারিতে যশোরে বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারানোর পর আর জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এর মধ্যে তো হারিয়েই গিয়েছিল জাতীয় ফুটবল দল! ২০১৬ সালের ১০ই অক্টোবর ভুটানের বিপক্ষে হারের পর প্রায় ১৭ মাস মাঠের বাইরে ছিলো জাতীয় দল। রাচাবুরির বিপক্ষে ম্যাচ দিয়ে সেই বিরতির অবসান ঘটে। সেখানেও হার ঠেকাতে পারেনি বাংলাদেশ জাতীয় দল। তবে একদিন বিরতি দিয়ে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের প্রিমিয়ার লীগের অন্যতম দল ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে মামুনুলরা জিতেছে ৪-৩ গোলে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন তৌহিদুল আলম সবুজ। একটি এসেছে আবু সুফিয়ান সুফিলের পা থেকে।
লাওসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আগে থাইল্যান্ডে শেষ প্রস্তুতি সারছে বাংলাদেশ। রাচাবুড়ি এফসির চেয়ে ব্যাংকক গ্লাস এফসি লীগের পয়েন্ট তালিকায় কয়েক ধাপ এগিয়ে আছে। অন্যতম শক্তিশালী দল তারা। দলটিতে স্পেনের কোচ ছাড়াও ছিলেন একাধিক বিদেশি খেলোয়াড়। স্পেন, মালয়েশিয়া, গিনি ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নিয়ে গড়া দলের বিপক্ষে শুরুতেই আবু সুফিয়ান সুফিলের গোলে লিড পায় বাংলাদেশ। পরক্ষণেই সমতায় ফেরে স্বাগতিক ক্লাব। এরপর সবুজ পর পর দুটি গোল করলে ৩-১এ এগিয়ে যায় অর্ডের শিষ্যরা। তবে এলোমেলো ডিফেন্ডিংয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানেই ম্যাচে ৩-৩এ সমতায় ফেরে স্বাগতিক ব্যাংকক গ্লাস এফসি। একটি কাউন্টার অ্যাটাক থেকে সবুজ আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ালে দীর্ঘদিন পর জয়ের মুখ দেখে বাংলাদেশ, হোক সেটা ক্লাব দল। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন সবুজ। গত লীগে দেশি স্ট্রাইকারদের মধ্যে শীর্ষে ছিলেন চট্টগ্রাম আবাহনীতে খেলা এই ফুটবলার।
লাওসের বিপক্ষে খেলায় থাইল্যান্ডের প্রস্তুতি ম্যাচ দুটি কাজে আসবে বলে মনে করেন জাতীয় দলের ম্যনেজার সত্যজিত দাস রূপু। ম্যাচ শেষে তিনি জানান, ম্যাচ দুটিতে কোচ সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন। তার ইচ্ছা ছিলো এখান থেকে সেরা একাদশ বেছে নেয়া। আমার মনে হয় তার ইচ্ছা পূরণ হয়েছে। গতকালের ম্যাচ নিয়ে রূপু বলেন, আমার কাছে আগের ম্যাচের চেয়ে এই ম্যাচ ভালো লেগেছে। গোছানো মনে হয়েছে এই ম্যাচে। যদিও বার বার খেলোয়াড় পরিবর্তন করায় ডিফেন্সে কিছু সমস্যা হয়েছে। সেটা লাওসের বিপক্ষে হবে না বলেই আমার বিশ্বাস। আগামী ২৭শে মার্চ লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status