বাংলারজমিন

শ্রীমঙ্গলে ৬৮ লাখ টাকার চোরাই মাল উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:৩০ পূর্বাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নসমূহের বিজিবির সদস্যরা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত ২০ দিনে ৬৮ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে।
চলতি বছরের ১লা মার্চ থেকে ২০শে মার্চ পর্যন্ত মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির জওয়ানরা এসব মাদক ও চোরাইপণ্য উদ্ধার করে। গতকাল বিজিবি সেক্টর সদর দপ্তর শ্রীমঙ্গলের অতিরিক্ত পরিচালক (অপারেশন) এসএম শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান, বিজিবি জওয়ানরা নিশ্চিন্তপুর জঙ্গল, রাধানগর মাঠ, গান্দাইল, মোহনপুর, সাতছড়ি ৬নং চা বাগান, ছনখোলা, টিলাবাড়ী, বোবারতল, ধর্মঘর বাজার, আমু চা-বাগান, চুঙ্গাবাড়ী এবং ইটের ঘাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২৫৪ বোতল ভারতীয় মদ, ২৪ বোতল বিয়ার, ২১৩ কেজি গাঁজা, ১১৮ পিস ইয়াবা, ৩ হাজার গন্ধক মুড়া (ঔষধি মূল) ৪ লাখ ৯৪ পিস নাসির বিড়ি, ২০০ কেজি চা-পাতা এবং ১৮টি মহিষ উদ্ধার করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status