বাংলারজমিন

মৌলভীবাজার সমিতির সাধারণ সভা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:২৮ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশনের মেয়র, মৌলভীবাজার সমিতি সিলেটের আজীবন সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, আমি আমৃত্যু এই সিলেটবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। সিলেট নগরীর উন্নয়নে বিগত দিনের ন্যায় আগামীতেও আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ ব্যাপারে সিলেটে অবস্থানরত মৌলভীবাজারবাসীসহ তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বৃহস্পতিবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের প্রাণের সংগঠন মৌলভীবাজার সমিতি, সিলেট-এর বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন। তিনি মৌলভীবাজার সমিতির কর্মকাণ্ডকে আরো বেগবান করার লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সমিতির সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েকের সভাপতিত্বে ও কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. সিকন্দর আলীর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহবুবুর রহমান। পবিত্র গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব। সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. রুস্তম খান। ২০১৭ সালের আয়-ব্যয়ের হিসাব এবং ২০১৮ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ মো. আলীম উদ্দিন মান্নান। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ডা. আজিজুর রহমান, অ্যাডভোকেট আব্দুল খালিক, জামিল আহমদ চৌধুরী, এম.এ গনি, কাওছার আহমদ হায়দরী, সহসভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, যুগ্ম সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, ক্রীড়া সম্পাদক মো. বদরুল হোসেন খান কামরান, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা এম.এ মতিন, হাবিব আল নুর রাসেল, মাওলানা ফিরোজ উদ্দিন, চন্দন দাশ, মো. আবুল হোসেন, মোহাম্মদ আলী, ঈমাম উদ্দিন কামাল, আব্দুল হাদি তুহিন, মাওলানা মাহবুবুর রহমান, মাসুম আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টে ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মো. রুস্তম খান, ডা. আজিজুর রহমান, কাওছার আহমদ হায়দরী, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, নূরুল হক সোহেল, সৈয়দ মহসিন হোসেন, মোহাম্মদ মফিক আলী, হাবিব আল-নূর রাসেল, ঈমাম উদ্দিন কামাল, আব্দুল ফাত্তাহ ফারুকী, আব্দুল হক। এ ছাড়াও ৫ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন চন্দন চন্দ্র দাশ ও মো. আবুল হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status