বাংলারজমিন

সরাইলের ইসলামী ঐক্যজোট নেতা এখন যুবলীগের যুগ্ম আহ্বায়ক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:২৮ পূর্বাহ্ন

সরাইলে ইসলামী ঐক্যজোটের অরুয়াইল ইউপি শাখার সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মো. মাসুক মিয়া এখন একই ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার মো. বোরহান উদ্দিনকে আহ্বায়ক, ৫ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৭ জনকে সদস্য করে মোট ১৩ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করেছেন একই কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম শেলভী। সূত্র জানায়, মঙ্গলবার অরুয়াইল কলেজ মাঠে ছিল ইউনিয়ন যুবলীগের সম্মেলন। বোরহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু ও বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়া। সভায় সকলের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা যুবলীগ। পরে জুরি বোর্ডের মাধ্যমে একটি এডহক কমিটি ঘোষণা দেয়া হয়। সাবেক সভাপতি মো. বোরহান মিয়াকে আহ্বায়ক ও অরুয়াইল ইউপি ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মাসুক মিয়াকে সম্পাদক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর অনুমোদন দেন উপজেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক। ইসলামী ঐক্যজোট নেতাকে যুবলীগের যুগ্ম আহ্বায়ক করায় সমালোচনা শুরু হয় গোটা অরুয়াইলে। অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান ও যুবলীগের বর্তমান আহ্বায়ক মো. বোরহান মিয়া বলেন, মাসুক যে ইসলামী ঐক্যজোটের নেতা আমরা জানতাম। সভার আগে যেখানে বলার বলেছি। কিন্তু কেউ শুনেনি।
ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. আবু তালেব বলেন, মাসুক মিয়া ও মূর্ছার নেতা বারবার বলেছি। কিন্তু আমাদের এ কথা আমলে নেননি উপজেলা যুবলীগ। অরুয়াইলের আওয়ামীপন্থি সকল লোক মাসুকের পদের বিরোধিতা করেছে। শুধু উপজেলার ২ নেতা ও কুতুব ভাই ছিল মাসুকের পক্ষে। অন্য দলের লোক দিয়ে যুবলীগ গঠনের দায়-দায়িত্ব আমরা নেবো না। তারা আবার সাদা কাগজে আমাদের স্বাক্ষর নিয়েছেন। ওদিকে আহ্বায়ক কমিটি ঘোষণার পরই লিখিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি প্রত্যাখ্যান করেছেন উপজেলা যুবলীগের আংশিক কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম শেলভী। লিখিত বিজ্ঞপ্তিতে শেলভী জানায়, গত কয়েক মাস ধরে অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে সরাইল উপজেলা যুবলীগের মেয়াদ উত্তীর্ণ আংশিক কমিটির সভাপতি ও সম্পাদক স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠন করে আসছেন। যা যুবলীগের গঠনতন্ত্র পরিপন্থি।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু বলেন, এটা ইমপসিবল। মাসুক গত ৫ বছর ধরে যুবলীগের কমিটিতে আছে। যুবলীগকেই যুবলীগের নেতৃত্ব দিয়েছি। অরুয়াইল ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের সকল নেতার মতামতেই কমিটি করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status