বিশ্বজমিন

ইস্টার্ন ঘৌটায় ‘নাপামে’ পুড়ে নিহত ৩৭

মানবজমিন ডেস্ক

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:২৩ পূর্বাহ্ন

সিরিয়ার ইস্টার্ন ঘৌটায় সরকারি বাহিনীর নিক্ষেপ করা দাহ্য তরলে পুড়ে মারা গেছেন অন্তত ৩৭ জন। এতে দগ্ধ হয়েছেন আরো ৮০ জন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। মানবাধিকার কর্মীরা দাবি করেছেন, শুক্রবার সরকারি বাহিনী ইস্টার্ন ঘৌটার আরবিন শহরে বেসামরিক নাগরিকদের ওপর ‘নাপাম’ নিক্ষেপ করেছে। এটি এমন দাহ্য তরল যা তার সংস্পর্শে থাকা সব কিছুকে ভস্মীভূত করে। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, শুক্রবার সরকারি বাহিনী ও এর মিত্ররা আরবিন শহরের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রগুলোতে বিমান হামলা চালায়। তারা এগুলোর ওপর ‘নাপাম’ নিক্ষেপ করে। স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট বলেছে, নাপামে পুড়ে মারা গেছে অন্তত ৩৭ জন। স্থানীয় মানবাধিকারকর্মী ইজ্জেত মুসলিমানি বলেন, গত রাত্রে আরবিনের একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালায় সরকারি বাহিনী। সেখানে প্রায় ১২৫ জন বেসামরিক অধিবাসী আশ্রয় নিয়েছিল। হামলায় এদের প্রায় সবাই আক্রান্ত হয়েছে। ঘটনাস্থলেই নিহত হয়েছে ৩৭ জন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। অপ্রতুল চিকিৎসাসেবার কারণে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের আরেক মানবাধিকারকর্মী জাহের হোসেন আরবিনের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নাপাম হামলার খবর নিশ্চিত করেছেন। এর আগে চলতি মাসের শুরুতে আরবিনে ‘ক্লোরিন গ্যাস’ ও ‘ফসফরাস’ হামলা চালিয়েছিল সরকারি বাহিনী।
উল্লেখ্য, সিরিয়ার সরকার বিরোধীরা ২০১৩ সাল থেকে ইস্টার্ন ঘৌটায় নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছে। ১৮ই ফেব্রুয়ারি থেকে সেখানে বড় ধরনের অভিযান শুরু করেছে সরকারি বাহিনী ও এর মিত্ররা। তারা অব্যাহতভাবে ঘৌটায় বিমান হামলা চালাচ্ছে। ইতিমধ্যেই সেখানে দেড় হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে, সরকারি বাহিনীর হামলা থেকে প্রাণ বাঁচাতে অধিবাসীরা ইস্টার্ন ঘৌটা ছেড়ে যাচ্ছে। এরা সরকার নিয়ন্ত্রিত অন্য শহরগুলোতে আশ্রয় নিচ্ছে। সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ‘সানা’র খবরে বলা হয়েছে, প্রতিদিন শত শত অধিবাসী ইস্টার্ন ঘৌটা ত্যাগ করছে। বৃহস্পতিবার ছয়টি বাসে করে ইস্টার্ন ঘৌটার কয়েকশ অধিবাসী উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে পাড়ি জমিয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status