দেশ বিদেশ

নিউ ইয়র্ক, সিডনি, আগরতলাসহ ২৫ মিশনে রদবদল

কূটনৈতিক রিপোর্টার

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

নিউ ইয়র্ক, সিডনি, আগরতলাসহ বিদেশে বাংলাদেশের ২৫টি মিশনের বিভিন্ন পর্যায়ে রদবদল এনেছে সরকার। উদ্দেশ্য, কূটনৈতিক কার্যক্রমে গতি বাড়ানো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নানা কারণে অনেকের বদলি আরো আগেই হওয়ার কথা ছিল। এটি এখন হয়েছে। তবে বেশির ভাগ বদলি হয়েছে রুটিন। কর্মকর্তাদের প্রত্যাশা ব্যাপক। এ রদবদল বিশেষত তরুণ কূটনীতিকদের নিয়োগ মিশনগুলোর কার্যক্রমে বাড়তি মাত্রা যুক্ত করবে। উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়া বাংলাদেশের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মিশনগুলোর মধ্যম সারির কূটনীতিকদের এ পরিবর্তন বলেও দাবি করেন কেউ কেউ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশ এবং সংশ্লিষ্টদের দেয়া তথ্য মতে, নিউ ইয়র্কে নতুন কনসাল জেনারেল হিসাবে নিয়োগ পেয়েছে মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) ডা. সাদিয়া ফয়জুন্নেছা। তার নিয়োগের আদেশ আগেই জারি হয়েছে। এতদিন ওই মিশনের কনসাল জেনারেল শামীম আহসান সমপ্রতি নাইজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন। তার বিদায়ের পর নতুন কনসাল জেনারেল শিগগির দায়িত্ব নিতে যাচ্ছেন। সিডনিতে অনেক দিন বন্ধ থাকার পর বাংলাদেশ নতুন কনস্যুলেট খুলেছে। পুনরায় চালু হওয়া এ মিশনে নতুন কনসাল জেনারেল হিসাবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক খন্দকার মাসুদুল আলম। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগের উপ-প্রধান হিসাবে কাজ করছেন তিনি। ‘চৌকস’ ওই কূটনীতিক শিগগির তার সিডনি মিশন শুরু করতে যাচ্ছেন বলে জানা গেছে। বৃটেনের বার্মিংহামে সহকারী হাইকমিশনার হিসাবে এতদিন কাজ করেছেন মহাপরিচালক পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ জুলকার নায়েন। সমপ্রতি তাকে বেইজিংয়ে ডেপুটি চিফ অব মিশন হিসাবে বদলি করা হয়েছে। বার্মিংহাম মিশনে বাংলাদেশের নতুন সহকারী হাইকমিশনার হিসাবে মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) মোহাম্মদ নাজমূল হক নিয়োগ পেয়েছেন। ভারতের আগরতলা মিশনে বাংলাদেশের পরবর্তী সহকারী হাইকমিশনার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে বর্তমানে মাসকাট মিশনে কাউন্সেলরের দায়িত্বে থাকা আবুল হাসান মৃধাকে। আর আগরতলা মিশনের বর্তমান সহকারী হাইকমিশনার সাখাওয়াৎ হোসেনের ঢাকায় ফেরার আদেশ জারি হয়েছে। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার ত্রিপোলি মিশনে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাউন্সেলরের দায়িত্বপালনকারী মোহাম্মদ মোজাম্মেল হককে মেক্সিকোতে কাউন্সেলর হিসাবে বদলি করা হয়েছে। একইভাবে রোম মিশনের কাউন্সেলর রফিকুল আলমকে ইয়াংগুনে একই পদে বদলি করা হয়েছে। তার সঙ্গে রোম মিশনের প্রথম সচিব (স্থানীয়) ইরিন ইসলাম জুলিকে সম-পদে ইয়াংগুন মিশনে বদলি করা হয়েছে। জাকার্তা মিশনের প্রথম সচিব (স্থানীয়) অনির্বাণ নিয়োগীকে সম-পদে পোল্যান্ডের ওয়ারশে বদলি করা হয়েছে। ওয়ারশ মিশনের প্রথম সচিব বারিকুল ইসলামকে সিট্যুয়ে মিশনের কনসাল করে পাঠানো হয়েছে। সিট্যুয়ে মিশনের কনসালের ঢাকায় ফেরার আদেশ জারি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুমুর রহমানকে ব্যাংককে প্রথম সচিব হিসাবে পাঠানো হয়েছে। লন্ডনের প্রথম সচিব (স্থানীয়) মাহবুবুর রহমানকে দোহায় বদলি করা হয়েছে। রোহিঙ্গা সংকটে জুনিয়র কর্মকর্তা হিসাবে দায়িত্বপালনকারী মো. বাকী বিল্লাকে জেনেভায় দ্বিতীয় সচিব হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিব মাহফুজা সুলতানাকে লন্ডনে দ্বিতীয় সচিব হিসাবে পাঠানো হচ্ছে। অপর সিনিয়র সহকারী সচিব ফাহমিদ ফারহানকে নয়া দিল্লি মিশনে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আহমেদ শফীকে আগেই আবুধাবি মিশনের মিনিস্টার হিসাবে পাঠানো হয়েছে। আর মন্ত্রণালয়ে মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) মনোয়ার হোসেন জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের মিনিস্টার হিসাবে যোগদানের অপেক্ষায় রয়েছেন। কাছাকাছি সময়ে আদেশ হওয়া মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগের উপ-প্রধান আয়েশা হকও নিউ ইয়র্কে কনসাল হিসাবে যোগদানের অপেক্ষায় রয়েছেন। জাতিসংঘ মিশনের কাউন্সেলর (লোকাল) হিসাবে দায়িত্বপালনকারী মো. হুমায়ুন কবিরকে বেইজিংয়ে সম-পদে বদলি করা হয়েছে। আর সিঙ্গাপুর মিশনে মিনিস্টার আনিসুল হককে পাঠানো হয়েছে রিয়াদে। অটোয়া মিশনের কাউন্সেলর (লোকাল) মো. আলাউদ্দীন ভূঁইয়া, আবুধাবি মিশনের কাউন্সেলর শহীদুজ্জামান ফারুকী, আনকারা মিশনের কাউন্সেলর শেলী সালেহীন, কলম্বো মিশনের কাউন্সেলর মালেকা পারভীন, ইয়াংগুন মিশনের কাউন্সেলর রিয়াদ হোসেন এবং কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব শাহনাজ আক্তান রানুর ঢাকায় ফেরার আদেশ জারি করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status