দেশ বিদেশ

বিএনপি নেতাদের বক্তব্য বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ: হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

বিএনপি নেতাদের বিকৃত মানসিকতা পরিহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে না মুক্ত থাকলো সেটা আওয়ামী লীগের দেখার বিষয় নয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল রাজধানীতে অনুষ্ঠিত দুটি অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এটা জাতির জন্য একটি বড় পাওয়া। জাতির এই অর্জনে র‌্যালি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি নেতা রিজভী আহমেদ যে বক্তব্য দিয়েছেন, তার মাধ্যমে তার নিজেরই বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় শুধু খালেদা জিয়া এবং খালেদা জিয়ার পরিবারের উন্নয়ন। আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ২০২১ সালের আগেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। আমরা আশা করেছিলাম, দেশের এই অর্জনে বিএনপি সরকারকে অভিনন্দন না জানালেও জাতিকে অভিনন্দন জানাবে। কিন্তু তারা সেটা না করে যেসব বক্তব্য দিচ্ছে, তার মাধ্যমে বিকৃত মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটেছে। হাছান মাহমুদ আরো বলেন, বিএনপি দেশের অগ্রগতির জন্য কিছুই করতে পারেনি এবং পারবে না। আমাদের এই অর্জনে সারা বিশ্ব অভিনন্দন জানালেও বিএনপি অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে। বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। তারা দেশের জনগণের অগ্রগতি মেনে নিতে পারে না। এগুলো হচ্ছে তাদের বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। এ সময় বিএনপি নেতাদের এই বিকৃত মানসিকতা পরিহার করে দেশের এই অর্জনে দেশ ও জাতিকে অভিনন্দন জানানোর আহ্বান জানান হাছান মাহমুদ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লায়লী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।
খালেদা জিয়া জেলে থাকলো না মুক্ত থাকলো, সেটা আওয়ামী লীগের দেখার বিষয় নয়: ওদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া জেলে থাকলো না মুক্ত থাকলো, সেটা আওয়ামী লীগের দেখার বিষয় নয়। কে নির্বাচনে এলো কি না এলো সেটা আওয়ামী লীগের দেখার বিষয় নয়। খালেদা জিয়া জেলে থাকলো, না মুক্ত থাকলো সেটাও আমাদের দেখার বিষয় নয়। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না সেটা আদালতের বিষয়। খালেদা ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা ওই দলের সিদ্ধান্তের বিষয়।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে ওই রাতে এক মিনিট নীরবতা পালন কর্মসূচি সফল করতে এ সভা। খাদ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের একটি রাজনৈতিক দল যারা দু’বার ক্ষমতায় ছিল তারা এই গণহত্যাকে স্বীকার করতে চায় না। তারা জামায়াত-শিবিরি-পাকিস্তানের মতো একই সুরে কথা বলে। বিএনপি নেত্রী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যাও স্বীকার করতে চান না। তিনি বলেছেন মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক হত্যা করা হয়েছে এ তথ্যটি সঠিক নয়। যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলে, তাদের পৃষ্ঠপোষকতা করে প্রকারান্তরে তিনি স্বাধীনতার বিপক্ষেই কথা বলেন। তিনি স্বাধীনতায় বিশ্বাস করেন না। আগামী নির্বাচনে এরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এক মিনিট অন্ধকারাচ্ছন্ন রাখার কর্মসূচি ঘোষণা
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ২৫শে মার্চকে আমরা যেন না ভুলি সে লক্ষ্যে আন্তর্জাতিকভাবে দিবসটির স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। ১৯৯৪ সালে রুয়ান্ডার গণহত্যার ঘটনা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু রুয়ান্ডার চেয়েও বাংলাদেশে অনেক বেশি সংখ্যক মানুষ গণহত্যার শিকার হয়েছিল। এ সময় ২৫শে মার্চ রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত সারা দেশ এক মিনিট অন্ধকারাচ্ছন্ন রাখার কর্মসূচি ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা যারা দেশকে ভালোবাসি তারা সবাই যেন ওই কর্মসূচিতে অংশগ্রহণ করি। ওই দিন আমরা বিশ্ববাসীকে ২৫শে মার্চ কালরাতের ভয়াবহতার কথা জানাব। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ আর অন্ধকারে যেতে চায় না। মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। যাতে তারা দেশকে নিয়ে গর্ব করতে পারে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি তার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন। তিনি সারা বিশ্বের নন্দিত নেতা। আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু যে বাংলার স্বপ্ন দেখতেন। আমরা ধীরে ধীরে দেশকে সেদিকেই নিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস দেশের মানুষ আর ভুল করবে না। তারা আওয়ামী লীগকে নির্বাচনেও ভোট দেবেন। শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো সময়ই মাঠ ছাড়েননি। সঠিক কাজটি করতে ভুল করেননি। সে জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। জনগণ আমাদের সঙ্গে আছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ মহানগরের নেতারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status