বিনোদন

‘আমি আসলে সময়ের সঙ্গে চলতে ভালোবাসি’

ফয়সাল রাব্বিকীন

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৭:২০ পূর্বাহ্ন

ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় লোকগান তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন। অডিও ইন্ডাস্ট্রির চাকা ঘুরাতেও মমতাজের ভূমিকা বেশ জোরালো। কারণ তার ব্যবসাসফল অ্যালবামগুলোর মাধ্যমে একটা সময় জমে উঠতো অডিও বাজার। তবে সময়ের পরিবর্তনে এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। আর মমতাজও তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছেন নিজেকে। সময়ের সঙ্গে চলতে সবসময়ই ভালোবাসেন তিনি। আর তাইতো ফোক সম্রাজ্ঞী মমতাজকে ২০১৬ সালে আবিষ্কার করা গেল একেবারে নতুন রূপে। বেশ কয়েক বছরের বিরতি দিয়ে তিনি এ বছরটিতে ফেরেন ‘লোকাল বাস’ গান দিয়ে। আর ফিরেই তাক লাগিয়ে দেন। অডিওতো বটেই, এর ভিডিওতেই মমতাজের ডিজিটাল উপস্থিতি দেখে চমকে গেছেন অনেকেই। ‘লোকাল বাস’-এর ভিডিওতে গানের তালে নেচেছেন তিনি। শুধু নাচেননি, শ্রোতা-দর্শকদেরও নাচিয়েছেন। আর তারই ফলস্বরূপ সেই বছরের সব থেকে হিট গানে পরিণত হয় মমতাজের ‘লোকাল বাস’। একই বছর তিনি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিতে গাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে। এরপর আরো বেশ কিছু শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। স্টেজ ও টিভি লাইভেও থেকেছেন সরব। আর সংসদ সদস্য হিসেবে তো নিজের দায়িত্ব সব সময় সঠিকভাবে পালনের চেষ্টা করছেনই এ শিল্পী। তবে এতটা দীর্ঘ পথ পাড়ি দিয়েও, এতটুকু ক্লান্ত নন মমতাজ। বরং, আগের চাইতেও বেশি গতিতে তিনি কাজ করে যাচ্ছেন। এর রহস্য কি? উত্তরে হেসে মমতাজ বলেন, রহস্যের আসলে কিছু নেই। আমি আসলে সময়ের সঙ্গে চলতে ভালোবাসি। এটা বিশ্বায়নের যুগ। এই সময়ে যদি এর সঙ্গে তাল মিলিয়ে চলা না যায় তাহলে পিছিয়ে পড়তে হবে। সে কারণেই সেই ক্যাসেটের যুগের মমতাজকে শ্রোতা-দর্শক এই ডিজিটাল যুগেও সেভাবেই পাচ্ছেন। এর কৃতিত্ব আমার একার নয়, শ্রোতারাই এর মূল কারণ। তাদের ভালোবাসার ফলেই এখনো গান করে যাচ্ছি। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। আমি আসলে এভাবেই কাজ করে যেতে চাই, যতদিন পর্যন্ত বেঁচে থাকি। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর গানে সময় দেয়াটা কি কষ্টসাধ্য নয়? মমতাজ বলেন, সমন্বয় করতে হয়। না হলে করা সম্ভব না। আর সংসদ সদস্য হিসেবে আমার দেশের প্রতি যে দায়িত্ব রয়েছে সেটা পালন হলো আমার কাছে মুখ্য। সেটা করার পর শিল্পী হিসেবেও আমার একটা দায়বদ্ধতা আছে। আামি চেষ্টা করি সব দায়িত্ব সঠিকভাবে পালনের। কতটুকু পারি সেটা মানুষই বিচার করবে। ‘লোকাল বাস’-এ আপনার ডিজিটাল উপস্থিতি শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেছে। গানটি এখনও সবার মুখে মুখে। এরপর কি আসছে? মমতাজ বলেন, আসলে ‘লোকাল বাস’ এমন একটি গান যেটা শিশুরা যেমন পছন্দ করেছে, তরুণ ও বৃদ্ধরাও পছন্দ করেছেন। এটা আমার জন্য বড় ব্যাপার ছিল। একটি গান দিয়ে প্রতিটি বয়স ও শ্রেণির মানুষকে আনন্দ দেয়ার চেয়ে বড় আর কি হতে পারে! এখনো আমি সেই চেষ্টা করে যাচ্ছি। বেশ কিছু নতুন গান তৈরি হয়ে আছে আমার। এর বাইরে সামনেও কিছু গান করার কথা রয়েছে। আশা করছি এগুলো ভালো লাগবে সবার। এর বাইরে সময় পেলে আমি স্টেজ ও টিভি লাইভে গান করি। কারণ শ্রোতাদের সরাসরি গান শোনানোর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। সেটা আমি আগেও করেছি। এখন সময় সুযোগ কম পাই। তবে চেষ্টা করে যাচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status