অনলাইন

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন

নিরঙ্কুশ বিজয় বিএনপি-জামায়াতপন্থীদের

অনলাইন ডেস্ক

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ১০:৩৮ পূর্বাহ্ন

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। বৃহস্পতিবার মধ্য রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে নীল প্যানেল ১০টি পদে ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ৪টি পদে জয়লাভ করে। সভাপতি পদে বিজয়ী নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার প্রাপ্ত ভোটসংখ্যা ২ হাজার ৩৬৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাদা প্যানেলের ইউসুফ হোসেন হুমায়ন। তার প্রাপ্ত ভোটসংখ্যা ২ হাজার ৩১৫। সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাদা প্যানেলের এস কে মো. মোরসেদ। এছাড়া নীল প্যানেল থেকে সহসভাপতি পদে ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহসম্পাদক কাজী জয়নুল আবেদীন, সদস্যপদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান বিজয়ী হয়েছেন। অন্যদিকে সাদা প্যানেল থেকে সহসম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা ও শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন। বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।  ছয় হাজার ১৫২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ ওয়াই মশিউজ্জামান।

[এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status