দেশ বিদেশ

ইউসিবি ব্যাংকের মুনাফা বেড়েছে

স্টাফ রিপোর্টার

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫১ পূর্বাহ্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ২০১৭ সালে করপরবর্তী সমন্বিত মুনাফার পরিমাণ ২৭২২.৩০ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরের তুলনায় ৩.৬ শতাংশ বেশি। ২০১৭ সালে এককভিত্তিক ব্যাংকের করপরবর্তী মুনাফার পরিমাণ ২৪৩৩.৯ মিলিয়ন টাকা যা ২০১৬ সালে ছিল ২৬২৮.৬ মিলিয়ন টাকা। গতকাল ব্যাংকটির প্রধান কার্যালয়ে অ্যানুয়াল আর্নিংস ডিসক্লোজার (বার্ষিক আয়ের প্রকাশ) ২০১৭ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এ ই আবদুল মুহাইমেন এ তথ্য জানান। তিনি ব্যাংকটির এক বছরের বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে জানানো হয়, ইউসিবি’র ২০১৭ সালে সমন্বিত শেয়ার প্রতি আয় ২.৫৮ টাকা এবং সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ২৫.৪৯ টাকা। ২০১৬ সালে সমন্বিত শেয়ার প্রতি আয় ২.৪৯ টাকা ও সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল ২৪.৫ টাকা। ২০১৭ সালের জন্য পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান বাজার মূল্যে এ লভ্যাংশের হার ৫.৫২ শতাংশ। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ব্যাংকের ঋণের স্থিতির পরিমাণ ২৬২,৫৮২.৩২ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। কর্পোরেট, এসএমই ও রিটেল খাতে ঋণের পরিমাণ যথাক্রমে মোট ঋণের ৬৫, ২৯ ও ৬ শতাংশ। ২০১৭ সালে কর্পোরেট খাতে প্রবৃদ্ধির হার পূর্ববর্তী বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি যেখানে এসএমই ও রিটেল উভয় খাতেই প্রবৃদ্ধির হার ৫ শতাংশ বেশি। ব্যাংকের আমানত স্থিতির পরিমাণ ২০১৭ শেষে দাঁড়িয়েছে ২৭৮,০০৫.০৩ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরের তুলনায় ৮.২ শতাংশ বেশি। মোট আমানত স্থিতির মাঝে রিটেল খাতের পরিমাণ সবচেয়ে বেশি যা হলো ৫৪.১ শতাংশ। অপরদিকে কর্পোরেট খাতের পরিমাণ ৩৭.৩ ও এসএমই খাতের পরিমাণ ৮.৬ শতাংশ। ২০১৭ সালে ইউসিবি’র অনাদায়ী দেনার হার ৭.৪ শতাংশ যা ২০১৬ সালে ছিল ৮ শতাংশ। ব্যাংকটির প্রভিশন কভারেজের হার ২০১৭ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৫ শতাংশ যা ২০১৬ সালে ছিল ৩২.৯ শতাংশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহসান আফজাল, আরিফ কাদরি, মোহাম্মদ মামদুদুর রশিদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব মুস্তাফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status