শেষের পাতা

নি র্বা চ নী হা ল চা ল (বগুড়া -৫)

ঘরের আগুনে পুড়ছে আওয়ামী লীগ, নিষ্ক্রিয় বিএনপি

শফিকুল ইসলাম শফিক, শেরপুর (বগুড়া) থেকে

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

ঘরের আগুনে পুড়ছে আওয়ামী লীগ। আর বিএনপির ঘাঁটি হিসেবে চিহ্নিত হলেও দলের নেতা-কর্মীদের বেশির ভাগই নিষ্ক্রিয়। শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৫ আসনের মোটামুটি চিত্র এটি। বগুড়ার ৭টি আসনের মধ্যে জেলার গেটওয়ে হিসাবে পরিচিত শেরপুর-ধুনট আসনটি। শেরপুর উপজেলার ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এবং ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনটি।

১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাংবাদিক আমানউল্লাহ খান নির্বাচিত হন। ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো. হবিবুর রহমান ১৯৮৬ সালে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ফেরদৌস জামান মুকুল, ১৯৮৮ সালে জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. শাজাহান আলী তালুকদার নির্বাচিত হন।

এরপর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমিতে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী গোলাম মোহাম্মদ সিরাজ এমপি নির্বাচিত হন। তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থি হিসেবে নাম লেখানোয় ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সাবেক এমপি সিরাজ বিএনপির মনোনয়ন বঞ্চিত হন। ওই নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হয় জানে আলম খোকাকে। সেই ক্ষোভ থেকে জিএম সিরাজ তার অনুসারীদের নিয়ে অনেকটা প্রকাশ্যে আওয়ামী লীগ প্রার্থী সাবেক এসপি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবর রহমানকে সমর্থন দেন। নির্বাচনে জয়ীও হন সাবেক পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের মো. হাবিবর রহমান।
দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী নির্বাচনেও তিনি লড়াই করতে মাঠে-ময়দানে কাজ করে চলেছেন। এ ছাড়াও বগুড়া-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন-দক্ষিণ বগুড়ার আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ আব্দুস সাত্তার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক ও বাংলাদেশ মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপা।

সংসদ সদস্য হাবিবর রহমানের ভরসা এলাকার উন্নয়ন। তিনি বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এবারও দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী। অপর মনোনয়ন প্রত্যাশী মজিবর রহমান মজনু শেরপুর পৌরসভার চার বারের চেয়ারম্যান ও একবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। তার মতে, নির্বাচন করার আশা নিয়ে ২০০১ সাল থেকেই শেরপুর-ধুনট এলাকায় আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে কাজ করে যাচ্ছি। আশা করি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন আমাকে দেবেন।

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন- জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জানে আলম খোকা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলহাজ কেএম মাহবুবুর রহমান হারেজ, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন এবং বিএনপির সংস্কারপন্থি হিসেবে পরিচিত সাবেক এমপি আলহাজ মো. গোলাম মোহাম্মদ সিরাজ, এস এম, শফিউজ্জামান খোকন। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কোন্দলের কারণে সামান্য ভোটে পরাজয়ের পরও মাঠ ছাড়েননি জানে আলম খোকা। তিনি দীর্ঘ একযুগ ধরে দলীয় নেতাকর্মীদের আঁকড়ে ধরে রেখেছেন।

নিজের অর্থ আর সময় দিয়ে দল গোছানোর কাজ করে যাচ্ছেন খোকা। তিনি আশা করেন, আগামী নির্বাচনে দল তাকে মনোনয়ন দেবে। বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ এখনো তাকিয়ে আছেন খালেদা জিয়ার ডাকের অপেক্ষায়। তার অনুসারীদের ধারণা, আগামী নির্বাচনে চেয়ারপারসন তাকে ডেকে নিয়ে মনোনয়ন দেবেন।

এ আসনে জাতীয় পার্টির তেমন কোনো সাংগঠনিক কর্মকাণ্ড না থাকলেও কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার এবং সাবেক জেলা ও দায়রা জজ তাজ মোহাম্মাদ মনোনয়ন পেতে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন না করলেও গোপনে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম এসেছে আলহাজ দবিবুর রহমানের। তিনি বর্তমানে শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ ছাড়াও সম্ভাব্য প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মাহমুদুর রহমান চুন্নু ও কমিউনিস্ট পার্টির সাহা সন্তোষ কুমার ও শেরপুরের হরিশংকর সাহার নাম শোনা যাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status