দেশ বিদেশ

সতর্কতার পরামর্শ

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

লক্ষ্য করা যাচ্ছে যে, একটি অসাধু মহল মানবজমিনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে জালিয়াতির আশ্রয় নিচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া যাচ্ছে। দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত হয়নি এমন দুটি বিজ্ঞাপন প্রকাশিত দেখিয়ে একটি চক্র জালিয়াতির আশ্রয় নিয়েছে। বিশেষ করে আবশ্যক বিজ্ঞাপনের ক্ষেত্রে এমনটি ঘটেছে। যা মানবজমিন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। যার একটি ঘটেছে পটুয়াখালীতে অন্যটি সিরাজগঞ্জের শাহজাদপুরে। পটুয়াখালী সদরের মৌকরণ গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের একটি আবশ্যক বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে বলে দেখানো হয় ২০১৬ সালের ১২ই জানুয়ারি দৈনিক মানবজমিন-এর ১৯ নং পৃষ্ঠায়। এ নিয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা হয়। শিক্ষক নিয়োগের এ আবশ্যক বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় বিজ্ঞ আদালত মানবজমিন কর্তৃপক্ষের কাছে ওই দিনের পত্রিকা তলব করেন। পাশাপাশি পটুয়াখালী জজ কোর্টের অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিন গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মো. ইউনুছ আলী মৃধার পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান। একই সঙ্গে তিনি ওই দিনের পত্রিকার ১৯ পৃষ্ঠার দুটি ফটোকপি পাঠান। যার একটিতে আবশ্যক বিজ্ঞাপনটি রয়েছে। অন্যটিতে রয়েছে দুটি হারানো বিজ্ঞপ্তি। এরপরই মানবজমিন কর্র্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। দৈনিক মানবজমিন পত্রিকার ওই দিনের ১৯ পৃষ্ঠায় দেখা যায় আবশ্যক কোনো বিজ্ঞাপন নেই। এতে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। এছাড়া সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকেও একটি চিঠি আসে মানবজমিনের হাতে। যেখানে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল কাদের বিশ্বাস উল্লেখ করেছেন ২০১৫ সালের ২১শে অক্টোবর মানবজমিনের ১৯ পৃষ্ঠায় প্রকাশিত আবশ্যক বিজ্ঞপ্তির আলোকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (বাংলা) পদে শিক্ষক নিয়োগ দেয়া হয়। কিন্তু আবশ্যক বিজ্ঞপ্তি ছাপা নিয়ে একটি পক্ষ অভিযোগ করেন শিক্ষা কর্মকর্তার কাছে। তিনি ওই দিনের পত্রিকা চেয়ে দুপক্ষকে চিঠি দেন। দুপক্ষই ওই দিনের পত্রিকা জমা দেন শিক্ষা কর্মকর্তার কাছে। যার একটিতে আবশ্যক বিজ্ঞপ্তিটি রয়েছে। অন্যটিতে নেই। তিনিও বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য অনুরোধ জানান মানবজমিন কর্র্তৃপক্ষের কাছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে ২০১৫ সালের ২১শে অক্টোবরের পত্রিকা যাচাই করে দেখা যায় সেখানে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি ছাপা হয়নি। বিষয়টি জালিয়াতচক্রের কাজ। এ ধরনের জালিয়াতি থেকে সবাইকে সতর্ক থাকতে বলা যাচ্ছে। -বার্তা সম্পাদক
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status