বাংলারজমিন

ঘোড়াশালে দুর্ধর্ষ

ডাকাতিপলাশ (নরসিংদী) প্রতিনিধি

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩২ পূর্বাহ্ন

পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় আবারো দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে ঘরের লোকদের জিম্মি করে স্বর্ণ অলংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতিকালে বাধা দিতে গিয়ে আহত হয় নাছিমা নামে এক গৃহবধূ। মঙ্গলবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার কাসমির টেক গ্রামের সামসু মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। গৃহকর্তা সামসু মিয়া জানান, মঙ্গলবার রাত আনুমানিক ২টার সময় ২০-২৫ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা ঘরে থাকা আলমারীর লকার ভেঙে ৫ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।


এ সময় বাধা দিতে গেলে তারা আমার ছোট ভাইয়ের বউ নাছিমা বেগমকে চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে।
ঘটনার সত্যতা স্বীকার করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। ডাকাতি ঘটনা বন্ধে পুলিশের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নেয়া হচ্ছে।
উল্লেখ্য যে, গত দুই মাসে ঘোড়াশাল পৌর এলাকাগুলোতে প্রায় দশটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status