খেলা

পেস বোলিংয়ে দুই প্রজন্মের দাপট

স্পোর্টস রিপোর্টার

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৯ পূর্বাহ্ন

মাশরাফি বিন মুর্তজা, বয়স ৩৫। অন্যদিকে কাজী অনিক মাত্র ১৯-এ পা রেখেছেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে দুই প্রজন্মের এই দুই পেসারই দেখিয়েছেন দারুণ দাপট। আবাহনীর হয়ে ১১ ম্যাচে মাশরাফির শিকার ৩০ উইকেট। সমান ম্যাচে অনিক নিয়েছেন ২৮ উইকেট। তবে তার দল মোহামেডান সুপার লীগে পা রাখতে না পারায় হাত ছাড়া হয়েছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। শুধু তাই নয় চলতি আসরে সেরা পাঁচ বোলারের মধ্যে ৪ জনই পেসার। শুধু মাত্র লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ২৩ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন স্পিনার আসিফ হাসান। এ তালিকাতে পেসার শফিউল ইসলাম ২২ ও মোহাম্মদ শহীদ ২১ উইকেট নিয়ে আছেন চতুর্থ ও পঞ্চম স্থানে। অন্যদিকে বোলাররা যেমন দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরাও কম যাননি। তবে দেশিদের ছাড়িয়ে শীর্ষে আছেন ৫৭০ রান নিয়ে রাজস্থানের অশোক মেনারিয়া। দেশি ব্যাটসম্যানদের মধ্যে ১১ ম্যাচে ৫৩০ করে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন রূপগঞ্জের আবদুল মজিদ। রাউন্ড রবিন লীগ পর্বে সেঞ্চুরি এসেছে ৩১টি। এর মধ্যে সর্বাধিক ৩ সেঞ্চুরির মালিক এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল। তার দল কলাবাগান ক্রীড়া চক্র অবশ্য রেলিগেশনে খেলবে। তাই এ ব্যাটসম্যানের সুযোগ রয়েছে নিজেকে আরো মেলে ধরার।  
আসরে ৩০টির বেশি সেঞ্চুরি হলেও ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান করতে পারেননি। সেরা দশের মধ্যে দু’জনই বিদেশি। এনামুল হক বিজয় ছাড়া আর জাতীয় দলের কোনো তারকা ব্যাটসম্যান নেই এ তালিকাতে। দেশিদের মধ্যে ১১ ম্যাচে দু’জনই ছুঁয়েছেন ৫০০। এরপর ১৭ জন ব্যাটসম্যান ৪০০’র উপরে রান করেছেন। সেরা পাঁচে মজিদের পর ৫২৯ রান করেছেন নাঈম ইসলাম। জাতীয় দল থেকে প্রায় ৪ বছর আগে বাদ পড়া এ ব্যাটসম্যান ৫৮.৭৭ গড়ে একটি সেঞ্চুরি ৪ ফিফটি হাঁকিয়েছেন রূপগঞ্জের হয়ে। ১৪ পয়েন্ট নিয়ে সুপার লীগ নিশ্চিত রূপগঞ্জের জন্য এ ব্যাটসম্যানের দারুণ অবদান। এরপর প্রাইম ব্যাংকের হয়ে ৪৯০ রান করেছেন আল আমিন। যদিও তার দল ১০ পয়েন্ট নিয়ে এবার সুপার  লীগে উঠতে পারেনি। শীর্ষে থাকা আবাহনীর হয়ে ব্যাট হাতে দারুণ ভূমিকা রেখেছেন জাতীয় দলের অবহেলিত তরুণ তারকা এনামুল হক বিজয়ের। ১১ ম্যাচে  এক সেঞ্চুরির সঙ্গে ৩ ফিফটিতে ৪৯.০০ গড়ে করেছেন ৪৯০ রান। তার অবস্থান তালিকার পঞ্চম স্থানে। এছাড়াও ৪৫০ এর বেশি রান করাদের তালিকাতে আছেন ফজলে মাহমুদ, মার্শাল আইযুব, উদয় কুল, তৌহিদ হৃদয়, সাদমান ইসলাম, মোহাম্মদ আশরাফুল, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান ও রকিবুল হাসান। অন্যদিকে আশরাফুলের পর সর্বাধিক ২ করে সেঞ্চুরি নেয়ার তালিকাতে আছে জাতীয় দলের তারকা লিটন কুমার দাস। এছাড়াও ২ জহিরুল ইসলাম অমি ও নাজমুল হোসেন শান্তর। এর মধ্যে আবাহনীর হয়ে সব শেষ ম্যাচে শান্তর ১৫০ রানের অপরাজিত ইনিংসটি ব্যক্তি সর্বোচ্চ সংগ্রহ।
অন্যদিকে বোলিংয়ে নিজের দিকে সব আলো কেড়ে নিয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৩.১৬ গড়ে তার ইনিংসে সেরা শিকার ৪৪ রানে ছয় উইকেট। আসরে ৪ ও ৫ উইকেট নিয়েছেন দুইবার করে। তার ইকোনমি ৪.৩৮। এছাড়াও ১৯.১০ গড়ে কাজী অনিকের ইনিংসে সেরা শিকার ৪৯ রানে ৬ উইকেট। একবার ৪টি ও দুইবার নিয়েছেন ৫টি করে উইকেট। এছাড়াও স্পিনার আসিফ হাসান ১৮.১০ গড়ে সেরা শিকার ইনিংসে ২৩ রানে ৪ উইকেট। ২০টির বেশি উইকেট পাওয়া বোলারদের মধ্যে আছেন  পেসার ফরহাদ রেজা ও স্পিনার নাঈম হাসান। তবে বল হাতে কীর্তি গড়াদের মধ্যে আলাদা করে বলতে হয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইয়াসির আরাফাতের কথা। এ তরুণ আবাহনীর বিপক্ষে এক ইনিংসে নিয়েছেন ৮ উইকেট তাও ৮.১ ওভারে ৪০ রান খরচ করে। এছাড়াও ইনিংস ৫ উইকেট নেয়ার কৃতিত্ব আছে মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ শরিফ, কাজী অনিক একই দলের মোহাম্মদ আজিম, ও পাকিস্তানের জোয়াইব খানের।
সর্বাধিক রান
খেলোয়াড়/দল    ম্যাচ     রান     সর্বোচ্চ     গড়    ১০০/৫০
আশোক মেনেরিয়া/খেলাঘর সমাজকল্যান    ১১    ৫৭০    ১১৩*    ৮১.৮২    ১/৬
আবদুল মজিদ/ লিজেন্ডস অব রূপগঞ্জ    ১১    ৫৩৬    ১১০    ৫৩.৬০    ১/৪
নাঈম ইসলাম/ লিজেন্ডস অব রূপগঞ্জ    ১১    ৫২৯    ১১৬    ৫৮.৭৭    ১/৪
আল আমিন/ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব    ১১    ৪৯৫    ১১০    ৪৫.০০    ১/৩
এনামুল হক বিজয়/ আবাহনী    ১১    ৪৯০    ১১৬    ৪৯.০০    ১/৩
সর্বাধিক উইকেট
খেলোয়াড়/দল    ম্যাচ    উই.    গড়     ইকো.    সেরা
মাশরাফি বিন মুর্তজা/ আবাহনী     ১১    ৩০    ১২.২৬    ৪.৩৮    ৪/৪৪
কাজী অনিক/ মোহামেডান    ১১    ২৮    ১৯.১০    ৫.৪১    ৬/৪৯
আসিফ হাসান/ লিজেন্ডস অব রূপগঞ্জ    ১১    ২৩    ২৩.৩৬    ৪.১১    ৪/২৩
শফিউল ইসলাম/ আগ্রণী ব্যাংক    ১১    ২২    ২৩.৩৬    ৪.৯২    ৪/৪৮
মোহাম্মদ শহীদ/ লিজেন্ডস অব রূপগঞ্জ    ১১    ২১    ২৪.৪৭    ৫.০৮    ৪/৪১
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status