খেলা

মোস্তাফিজের কারণেই...

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৮ পূর্বাহ্ন

নিদাহাস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে ভারতের জয়ের নায়ক হতে পারতেন বিজয় শঙ্করই। অন্তত নিজে এমনটি মনে করেন ভারতীয় এ অলরাউন্ডার। কিন্তু মোস্তাফিজুর রহমানের কারণে তার পক্ষে সম্ভব হয়নি তা। কলম্বোতে ফাইনালে শেষ তিন ওভারে ভারতের দরকার ছিল ৩৫ রানের। ১৮তম ওভারে মাত্র ১ রান দেন টাইগার পেসার মোস্তাফিজ। তাও ছিল লেগবাই। ওই ওভারে মোস্তাফিজের টানা চার বলে পরাস্ত হন বিজয় শঙ্কর। আর শেষ বলটিতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বিজয় শঙ্কর বলেন, সৈয়দ মুশতাক আলী ও বিজয় হাজারে ট্রফিতে (ঘরোয়া আসর) খুব বেশি ডটবল ছিল না আমার। সেখানে আমি নিয়মিত প্রান্ত বদল করেছি কিন্তু ওভারটা মোস্তাফিজুর (রহমান) সত্যিই ভালো করেছে।’ ফাইনালে ১৭ বলে ১৯ রান করেন বিজয় শঙ্কর। আর তার বিদায়ে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২ বলে ৩৪ রানের। ৮ বলে ২৯ রান নিয়ে দলকে শিরোপা এনে দেন দিনেশ কার্তিক। বিজয় শঙ্কর বলেন, খেলা শেষে দলের সবাই যখন উল্লাস করছিল তখন আমার মন খারাপ ছিল কিছুটা। ম্যাচের নায়ক হতে পারতাম আমিও। কিন্তু সুযোগটা নিতে পারিনি আমি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status