এক্সক্লুসিভ

হালুয়াঘাটকে ডিজিটাল শহর করার প্রতিশ্রুতি প্রশান্তের

ওমর ফারুক সুমন, হালুয়াঘাট (ময়মনসিংহ) থেকে

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:০০ পূর্বাহ্ন

আগামী ২৯শে মার্চ হালুয়াঘাট নবগঠিত পৌরসভার প্রথম নির্বাচন। বাবু প্রশান্ত কুমার সাহা (পন্তু বাবু) একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী। তিনি জানান, তার পিতা আশুতোষ সাহা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। তা না পেয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ছাড়াও আরও পাঁচজন প্রার্থী মেয়র পদে লড়ছেন। বুধবার দৈনিক মানবজমিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে হালুয়াঘাট পৌরসভার ভাগ্যের উন্নয়নের কথা বলেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন হালুয়াঘাটকে ডিজিটাল করার। তিনি মেয়র নির্বাচিত হয়ে হালুয়াঘাট পৌরসভাকে মডেল পৌরসভা গঠনে ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করতে চান। তার ডিজিটালাইজড স্বপ্নের মাঝে রয়েছে  নিরাপদ ও মাদকমুক্ত পৌরসভা, সকল রাস্তাঘাট সংস্কার ও পাকাকরণ, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাকরণ,  বৈদ্যুতিক খুঁটিতে লাইট সংযোগ, দীর্ঘস্থায়ী ড্রেনেজ ব্যবস্থা, ব্যবসায়ীদের জন্যে বহুতল ভবনের মার্কেট নির্মাণ, শিক্ষা বৃত্তি ও ধর্মবৃত্তি চালু করা, প্রত্যেক নাগরিক ও ব্যবসায়ীদের জন্য কর সহনীয় পর্যায়ে রাখা, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন, সকল কাউন্সিলরদের জন্য অফিস নির্মাণ, স্টেডিয়াম নির্মাণ, পৌর শহরের সকল রাস্তার শেষ প্রান্তে নাম ফলক নির্মাণ, বাল্যবিবাহ মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, যানজট মুক্ত, মাদ্‌রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, পৌর শহরের মাছ মহল ও মাংস মহলসহ সকল স্থানের উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।  তিনি বলেন, আমি খাই খাই পছন্দ করি না। সরকার থেকে প্রদত্ত অনুদান শতভাগ ব্যয় করবো। জনগণের ন্যায্য পাওনা বাস্তবায়নই আমার মূল লক্ষ্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status