এক্সক্লুসিভ

সুনামগঞ্জ আওয়ামী লীগের সদস্য পদ নিয়ে দুই নিজামের লড়াই

সুনামগঞ্জ প্রতিনিধি

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

সদ্য ঘোষিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে ২২ নম্বর সদস্য হিসেবে নিজাম উদ্দিনের নাম ছাপা হয়েছে। এখন এই সদস্য পদ নিয়ে দু’নিজামের লড়াই চলছে। দু’জনই নিজেকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সদস্য করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানাচ্ছেন। এ নিয়ে চলছে মিশ্র সমালোচনা। নেতাকর্মীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, কোন নিজামকে প্রকৃতপক্ষে জেলা আওয়ামী লীগের সদস্য করা হয়েছে। এক পদের দুই দাবিদার হলেন, তাহিরপুর উপজেলায় বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের পুত্র তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন অনুসারী বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন। বাদাঘাট ইউনিয়নের সোহালার বাসিন্দা নিজাম উদ্দিন জানান, আমি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। পরে যুবলীগ করেছি। এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আমাকেই জেলা আওয়ামী লীগের সদস্য করা হয়েছে।  তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁওয়ের বাসিন্দা নিজাম উদ্দিন সাবেক ইউপি চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তার দাবি, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি, নিজাম উদ্দিন নাম তারই। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বললেন, সুনামগঞ্জ পৌরসভা নির্বাচন ২৯শে মার্চ। নির্বাচনের পর কাগজপত্র দেখতে হবে কোন নিজামের নাম কেন্দ্রে দেয়া হয়েছিল। তবে প্রকৃতপক্ষে কোন নিজাম উদ্দিন জেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য হয়েছেন সে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। তিনি বলেন, বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম জয়নাল আবেদীনের পুত্র তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকেই জেলা আওয়ামী লীগের কমিটিতে সদস্য নির্বাচিত করা হয়েছে। আর অন্য যে ব্যক্তিটি প্রচারণা চালাচ্ছেন তা মিথ্যা ও ভিত্তিহীন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status