বিশ্বজমিন

অপহৃত ৯১ স্কুলছাত্রীকে মুক্তি দিলো বোকো হারাম

অনলাইন ডেস্ক

২১ মার্চ ২০১৮, বুধবার, ৭:১৪ পূর্বাহ্ন

নাইজেরিয়ার দাপচি শহর থেকে এক মাস পূর্বে অপহৃত ৯১ জন স্কুলছাত্রীকে মুক্ত করে দিয়েছে উগ্রবাদী ইসলামপন্থী সংগঠন- বোকো হারাম। এ খবর দিয়েছে বৃটেনের দ্য টেলিগ্রাফ। এ বিষয়ে নাইজেরিয়ার তথ্যমন্ত্রী বলেছেন, গত মাসে অপহরণ করা ১১০ জন স্কুলছাত্রীর মধ্যে ৯১ জনকে মুক্তি দিয়েছে বোকো হারাম। মুক্তি না পাওয়া বাকি ছাত্রীদের ভাগ্যে কি ঘটেছে তা এ সংবাদ লেখা পর্যন্ত যানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে তারা বেঁচে নেই। দাপচি শহরের পারিবারিক সহায়তা প্রদানকারী একটি সংগঠনের পরিচালক বশির মানজো বলেছেন, অপহৃত মেয়েদের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ৯টি গাড়িতে করে স্কুল প্রাঙ্গণে নামিয়ে দেয়া হয়। অপহৃত ছাত্রীদের একটি তালিকা এ মুহূর্তে আমার হাতে রয়েছে। স্কুলে গিয়ে তাদের মধ্যে কারা ফিরে আসে নি, তা নাম ডেকে চিহ্নিত করা হবে। তিনি আরও বলেন, কোন নিরাপত্তারক্ষী এই মেয়েদের ফিরিয়ে আনে নি। অপহরণকারীরাই তাদেরকে স্কুল প্রাঙ্গণে এনে নামিয়ে দিয়ে গেছে। অপহৃত অবস্থায় তাদের সঙ্গে কি করা হয়েছে তা আমরা পরবর্তীতে জানতে পারবো। অবশ্য অপহৃত মেয়েদের ফিরিয়ে দেবার সময়কার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপি'কে বলেছেন, অপহরণকারীদের একজন আমাকে বলেছে, করুণার বশে আমরা এসব মেয়েদের ফিরিয়ে দিয়ে যাচ্ছি। সে প্রত্যক্ষদর্শীকে সাবধান করে বলে, খবরদার। আর কখনোই মেয়েদের স্কুলে পাঠাবে না। উল্লেখ্য, স্থানীয় হাসুয়া ভাষাভাষীদের জন্য পশ্চিমা শিক্ষাকে নিষিদ্ধ ঘোষণা করেছে বোকো হারাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status