বিশ্বজমিন

আনসারুল্লাহ বাংলা টিম নিয়ে ভারতে আতঙ্ক

মানবজমিন ডেস্ক

২১ মার্চ ২০১৮, বুধবার, ১০:৫৩ পূর্বাহ্ন

ভারতের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলা চালাতে পারে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যরা। এমন আশঙ্কা করছেন সেখানকার সন্ত্রাস বিরোধী স্কোয়াড এটিএস। এ জন্য বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের ধরতে অভিযান শুরু হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডিএনএন। এতে আরো বলা হয়, এশিয়ার বিভিন্ন দেশে আল কায়েদার পক্ষে কাজ করছে বাংলাদেশে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। এটিএসের সন্দেহ তারা সীমান্ত অতিক্রম করে ভারতের বিভিন্ন শহরে প্রবেশ করেছে এবং সেখানে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে বসবাস করছে অবৈধভাবে। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়েছে, ভারতের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এবিটি। তাই প্যান কার্ড, আধার কার্ডের মতো ডকুমেন্টের নকল বানিয়ে যারা ভারতে অবৈধভাবে অবস্থান করছে তাদেরকে দমনপীড়নে অভিযান শুরু করেছে এটিএস। ১৭ই জানুয়ারি মহারাষ্ট্রের এটিএস সদস্যরা এমন ১২ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এ বিষয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলো থেকে সতর্কতা দেয়া হয়েছিল। বলা হয়েছিল, বাংলাদেশে নিষিদ্ধ এবিটির সদস্যরা ভারতের বড় বড় শহরে প্রবেশ করে থাকতে পারে তাদের ঘাঁটি তৈরির উদ্দেশে। ২০১৬ সালে ভারতে বুদ্ধ গয়াতে সন্ত্রাসী হামলা হয়। তারপর পুনে থেকে এটিএস তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তারা ভারতের প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। এরপরই জানা যায় ভারতে সক্রিয় রয়েছে এবিটি। পুনেতে গ্রেপ্তার করা ওই তিন বাংলাদেশী হলো মোহাম্মদ রিপন হোসেন (২৫), হান্নান আনোয়ার খান ওরফে হান্নান বাবরালি গাজি (২৮) ও মোহাম্মদ হাবিবুর রহমান ওরফে রাজ জেসাব মন্ডল (৩১)। তারা নকল প্যান কার্ড, আধার কার্ড তৈরি করে নিয়েছিল। এ জন্য তারা পরিশোধ করেছে ৭০০ রুপি। এটিএসের একজন কর্মকর্তা বলেছেন, ভারতের ভিতরে এবিটি কানেকশনের কথা এবারই প্রথম জানা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status