খেলা

আজ জিতলেই

স্পোর্টস ডেস্ক

২১ মার্চ ২০১৮, বুধবার, ৮:৪৩ পূর্বাহ্ন

ব্রেন্ডন টেলরের সেঞ্চুরির অসাধারণ ইনিংস ম্লান হয়ে গেল মারলন স্যামুয়েলস, সাই হোপ, এভিন লুইসের ব্যাটিংয়ের কাছে। সোমবার বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য সুপার সিঙ রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল তারা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এ জয়ে ২০১৯ বিশ্বকাপের মূল পর্বের অনেকটা কাছে চলে গেল উইন্ডিজ। সুপার সিঙ রাউন্ডে এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ডের চেয়ে এক পয়েন্ট এগিয়ে ক্যারিবীয়রা। আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা। এ ম্যাচে যে দল জয় পাবে তারাই পাবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। তবে হারলে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য ঝুলে যাবে। তাদের তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ে-সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের দিকে।
জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ডের চেয়ে এক পয়েন্ট পিছনে থেকে টেবিলে চার নম্বর অবস্থানে আয়ারল্যান্ড। শুক্রবার তারা আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও সেটি তাদের বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার জন্য যথেষ্ট হবে না। জিম্বাবুয়ে বিশ্বকাপে উত্তীর্ণ হবে যদি তারা বৃহস্পতিবার সংযুক্ত-আরব আমিরাতকে হারাতে পারে। শেষ সময়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার লড়াইটা বেশ জমেই উঠেছে।
সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ২৮৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ১২৪ বলে ১৩৪ রান করেন ব্রেন্ডন টেইলর। ১২৪ বলে ২টি ছক্কা ও ২০টি চারে এ রান করেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ক্যারিবীয়দের হয়ে ৩৫ রানে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। জবাবে শুরুটাও দারুণ করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল মাত্র ১৭ রানে ফিরলেও টপ অর্ডারের অন্য তিন ব্যাটসম্যান ছিলেন সেরা ছন্দে। এদের মধ্যে মারলন স্যামুয়েলস ৮৬, সাই হোপ ৭৬ ও ৬৪ রান করেন এভিন লুইস। এই তিন জনের রানে ভর করেই ২৯০ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status