খেলা

অনিকের নৈপুণ্যে ম্লান আশরাফুলের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

২১ মার্চ ২০১৮, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

মোহামেডানের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ বলে ১০ রান। কিন্তু পেসার কাজী অনিক ৪ বল হাতে রেখেই দলকে জয় উপহার দেন পর পর দুই ছয়ের মারে। এর আগে তিনি নিয়েছেন কলাবাগান ক্রীড়া চক্রের ৬ উইকেটও। তার ছয়ের জাদুতেই মান বেঁচেছে মোহামেডানের। ম্লান হয়েছে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিও। গতকাল বিকেএসপি-৩ মাঠে খেলা শুরুর আগে ছিল দারুণ নাটকীয়তা। প্রচণ্ড যানজটের কারণে দলের মাঠে পৌঁছাতে দেরি হওয়াতে নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট পরে খেলা শুরু হয়। টসে জিতে ব্যাট করতে নেমে কলাবাগান ২০ রানে প্রথম উইকেট হারালেও দলের হাল ধরেন মোহাম্মদ আশরাফুল। ১২৪ বলে ১২৭ রান করে আউট হন তিনি। হাঁকান ১৩ চার ও ৩ ছক্কার মার। এটি আসরে তার তৃতীয় সেঞ্চুরি। অন্যদের মধ্যে করিম ৪৪ ও অধিনায়ক মাহমুদুল হাসান ৩৩ রানের ইনিংস ছাড়া বাকিরা কিছু করতে পারেননি কাজী অনিকের সামনে। মোহামেডানের ১৯ বছর বয়সী এ পেসার ১৯তম লিস্ট এ ম্যাচে তুলে নিয়েছেন দ্বিতীয় বারের মতো ৫ উইকেট। এ আসরে ৫ম বোলার হিসেবে ৬ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি। শেষ পর্যন্ত আশরাফুলের ব্যাটে ভর করে কলাবাগানের সংগ্রহ ছিল ২৬০ রান। জবাব দিতে নেমে ২৯ রানে ওপেনার ইমামুল হক আউট হলেও এনামুল হক জুনিয়র ও রনি তালুকদারের জোড়া ফিফটিতে ম্যাচে ফেরে মোহামেডান। তবে এ দু’জনের বিদায়ে আবারও বিপদে পড়ে দল। ১৯৭ রানে হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত স্পিনার তাইজুল ইসলাম ৩৬ ও কাজী অনিকের অপরাজিত ১৫ রানে শেষ ওভারে জয়ের মুখ দেখে ঢাকার ঐতিহ্যবাহী দলটি।
তুষারের আক্ষেপের সঙ্গে রূপগঞ্জের হার
সুযোগ ছিল আবাহনীকে টপকে শীর্ষে ওঠার। কিন্তু লীগে নবাগত দল অগ্রণী ব্যাংকের সঙ্গে হেরে সেই আশায় গুড়েবালি লিজেন্ড অব রূপগঞ্জের। গতকাল মিরপুর শেরে বাংলা মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ২০৪ রান করে দলটি। মাত্র ৫৫ রানে হারায় ৫ উইকেট। এর মধ্যে বাদ যান নিদাহাস ট্রফিতে দারুণ ব্যাটকরা জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহীমও। অবশ্য তৃতীয় সর্বোচ্চ ২১ রান করেন তিনি। শুধু ব্যাতিক্রম ছিলেন ৩৫ বছর বয়সী তুষার ইমরান। ১২১ বলে ৮ চার ও এক ছয়ে ৯৮ রান কর আউট হন তিনি। অগ্রণী ব্যাংকের পক্ষে ৪ উইকেট নেন পেসার আল আমিন হোসেন। পরে জাতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার শাহরিয়ার নাফীসের ৮২ রানে জয় পায় অগ্রণী ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর
মোহামমেডান-কলাবাগান
টস: কলাবাগান (ব্যাটিং)
কলাবাগান ক্রীড়াচক্র: ৪৭.৫ ওভারে ২৬০ (আশরাফুল ১২৭, করিম ৪৬, মাহমুদুল হাসান ৩৩, কাজী অনিক ৬/৪৯) মোহামেডান: ৪৯.২ ওভারে ১৬৩/৮ (এনামুল জুনিয়র (২) ৫৭, রনি তালুকদার ৫১, তাইজুল ইসলাম ৩৪* সঞ্চিত ৩/৪৮, নাহিদ ২/২৮)
ফল: মোহামেডান ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কাজী অনিক
রূপগঞ্জ- আগ্রনী ব্যাংক
টস: আগ্রনী ব্যাংক (ফিল্ডিং)
রূপগঞ্জ: ৫০ ওভারে ২০৪/৯ (তুষার ইমরান ৯৮, আল আমিন ৪/৪৪) আগ্রনী ব্যাংক: ৪৭.১ ওভারে ২১০/৪ (শাহরিয়ার নাফীস ৪২, ধিমান ঘোষ ৪৯*, অসিফ হাসান ২/৪৭)
ফল: আগ্রনী ব্যাংক ৬ উইকেট জয়ী
ম্যাচসেরা: শাহরিয়ার নাফীস
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status