বাংলারজমিন

তিন জেলায় তিন খুন বাহুবলে নারী

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

২১ মার্চ ২০১৮, বুধবার, ৮:১১ পূর্বাহ্ন

বাহুবলে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে কদর চান বিবি (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল দুপুর ১২টার দিকে সিলেট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কদর চাঁন বিবি উপজেলার তারাপাশা গ্রামের জহুর আলীর স্ত্রী। এ ঘটনায় তার স্বামী জহুর আলী (৭০) আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে বাহুবল উপজেলার তারাপাশা গ্রামের জহুর আলীর সঙ্গে একই গ্রামের জিন্নাত আলী ও আব্দুল মজিদের বাকবিত-া হয়। একপর্যায়ে জিন্নাত আলী ও আব্দুল মজিদের লোকজন জহুর আলী ও তার স্ত্রী কদর চাঁন বিবিকে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কদর চাঁনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে কদর চাঁন বিবির মৃত্যু হয়।
মাধবদীতে অজ্ঞাত নারী
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে অজ্ঞাত (৪০) এক মহিলাকে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতের কোনো এক সময় খুন করা হয় এমনটাই ধারণা করছে স্থানীয়রা। ঘটনাটি সদর উপজেলার মদনগঞ্জ রেল সড়কের পশ্চিম পার্শ্বে কোতালীরচর এলাকার নির্মাণাধীন একটি মিলে ঘটে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল গভীর রাতের কোনো এক সময় মহিলাটিকে খুন করা হয়েছে। সকালে এলাকার লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঝুলন্ত অবস্থায় লাশে পরনে কিছুই ছিল না। পরে অন্য এক মহিলার সহযোগিতায় পুলিশ তার গায়ে ওড়না দিয়ে লাশ ঢেকে দেয়। পুলিশ বলছে ধর্ষণের পর খুন করা হয়েছে কি না তা ময়না তদন্তের পরেই জানা যাবে।
সীতাকু-ে যুবলীগ নেতা

সীতাকু- (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকু-ে যুবলীগের হামলায় মো. টিটু (৩৪) নামে এক যুবক লীগ নেতা নিহত হয়েছে। সে সীতাকু- পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকু- পৌরসভা ভূইয়া পাড়ার আবুল মনছুরের পুত্র টিটুর সাথে ব্যবসা নিয়ে একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি দাউদ সম্রাটের বিরোধ চলে আসছিল। প্রায় ১০/১২ দিন পূর্বে টিটু ও তার ভাই শহীদ তাদের আম বাগানের ওষুধ দিচ্ছিল এসময় যুবলীগ নেতা দাউদ স¤্রাটের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে আহত করে। এতে টিটু ও শহীদের পেটের নাড়ি-ভুঁরি বের হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে চমেক হাসপাতাল ভর্তি করে। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় ক্লিনিকে যুবলীগ নেতা টিটু’র মৃত্যু হয়।
একই ঘটনায় তার ছোট ভাই শহীদও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যুবলীগ নেতা দাউদ সম্রাট ইতিপূর্বেও সীতাকু- প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাংচুর করে। সে সীতাকু- উপজেলা চেয়ারম্যানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। অপরদিকে নিহত যুবলীগ নেতা এমপি’র অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
সীতাকু- মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status