খেলা

সাকিবদের ‘বেয়াদব’ বলছে ভারতীয় মিডিয়া

স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৪:৫৭ পূর্বাহ্ন

সাকিব-তামিমদের ‘বেয়াদব’ (বেতমিজ) বলে সম্বোধন করছে ভারতীয় মিডিয়া। দেশটির হিন্দি চ্যানেল আজতক-এর রিপোর্টে বলা হয়, ফাইনালে সাকিব-তামিমদের আদব (তমিজ) শেখাবে ভারত। বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনা। ২০১৫’র বিশ্বকাপের পর এ উত্তেজনা পেয়েছে ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগের মাধ্যমে চলে দু’দলে সমর্থকদের কথার লড়াই। এই দুই দলের সমর্থকদের অতি আবেগ অনেক সময়ই হিংসা-বিদ্বেষের জন্ম দেয় হয়তো। কিন্তু এবার বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সংবাদ পরিবেশন করতে গিয়ে ভদ্রতার মাত্রা ছাড়িয়েছে ভারতীয় গণমাধ্যম। হিন্দি সংবাদ চ্যানেল ‘আজতক’ নিদাহাস ট্রফির ফাইনালের প্রিভিউ করতে গিয়ে বলেছে, আজকের ফাইনালে রোহিত শর্মার দল বাংলাদেশকে ‘তমিজ’ শেখাবে।
‘আজতক’র উসকানিমূলক ম্যাচ প্রিভিউয়ে বলা হয়, ‘শুক্রবারের ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। আম্পায়াররা ‘নো বল’ না দেয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা চূড়ান্ত “বেতমিজি” করেছে।’ বাংলাদেশ ক্রিকেটীয় ভব্যতা মানেনি, তাদের আদবকায়দা শেখানো দরকার। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৭ সাক্ষাতে একবারও জিততে পারেনি বাংলাদেশ। প্রতিবেদনজুড়ে এই তথ্য বারবার উঠে এসেছে। আর আজতক বলেছে, ‘ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারত তাদের ক্রিকেটারদের বেয়াদবির চূড়ান্ত জবাব দেবে। বাংলাদেশের ঔদ্ধত্য ভেঙে চুরমার হয়ে যাবে।’বাংলাদেশের ক্রিকেটারদের ‘ক্রিকেটীয় চেতনাবোধ’ নিয়েও পশ্ন তুলেছে তারা, ‘নো বল নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের বেয়াদবি মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এটি ক্রিকেটীয় চেতনাবোধকে আঘাত করেছে।’ গণমাধ্যমটির মতে, ভারতই নাকি বাংলাদেশকে ‘সংশোধন’ করতে পারে, ‘এরা (বাংলাদেশ ক্রিকেট দল) এত সহজে শোধরাবে না। সেটা করবে ভারতীয় দল।’ বাংলাদেশ দলকে হুমকিও দিয়েছে তারা, ‘ফাইনালে যদি ভুল করেও এমন আচরণ তারা করে, তাহলে দর্শকেরা আন্দাজও করতে পারবেন না, এদের কী হাল করবে রোহিতের দল!’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status