বিশ্বজমিন

‘ইউএস-বাংলার বিমানে কোনো ত্রুটি ছিল না, পাইলট ছিলেন সুস্থ’

মানবজমিন ডেস্ক

১৮ মার্চ ২০১৮, রবিবার, ২:৫২ পূর্বাহ্ন

কাঠমান্ডুর উদ্দেশে উড়ে যাওয়ার আগে ইউএস-বাংলার বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। বাংলাদেশের বিমান দুর্ঘটনা অনুসন্ধান গ্রুপ বা এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপের প্রধান ক্যাপ্টেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ এ কথা বলেছেন। সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ওই বিমানটি। এ নিয়ে দু’দেশের যৌথ তদন্তের জন্য কাঠমান্ডু ছাড়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। বাংলাদেশী তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন রহমতুল্লাহ। আজ সকালে ঢাকায় সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (ক্যাব) অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। এতে ক্যাপ্টেন রহমতুল্লাহ বলেন, ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১ এর পাইলট আবিদ হাসান শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন। ওই বিমানটি পুরনো ছিল বলে যে অভিযোগ করা হচ্ছে তা খ-ন করেন ক্যাপ্টেন রহমতুল্লাহ। তিনি বলেন, একটি বিমানের বিভিন্ন যন্ত্রাংশ যখন পরিবর্তন করা হয় তখন তা আর পুরনো থাকে না, তাতে কোনো যান্ত্রিক ত্রুটি থাকে না। এ বিষয়ে নেপাল সরকার একটি তদন্ত কমিটি করেছে। তার প্রধান করা হয়েছে ভাগ্য প্রসাধ গৌতমকে। তিনি একটি পত্রিকাকে বলেছেন, ফ্লাইটটির ডাটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার অবমুক্ত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞদের যৌথ টিম শিগগিরই বসবেন। দু’এক দিনের মধ্যে কানাডা ও নেপালি কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ অনুসন্ধানী দলে যোগ দেবেন বাংলাদেশী কর্মকর্তারা। এরই মধ্যে তথ্য সংগ্রহ সহ সব কাজ শুরু করে দিয়েছেন কানাডিয়ান ও নেপালি তদন্তকারীরা। তারা সিসিটিভির ফুটেজও বিশ্লেষণ করে দেখছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status