অনলাইন

দেশে ৭৫ হাজার কারাবন্দি

স্টাফ রিপোর্টার

১৮ মার্চ ২০১৮, রবিবার, ২:৫০ পূর্বাহ্ন

বর্তমানে দেশের কারাগারগুলোতে গড়ে প্রায় ৭৫ হাজার বন্দি থাকে। এর মধ্যে ৩৫ দশমিক ৯ ভাগ মাদকের সঙ্গে জড়িত। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন আজ এ কথা বলেন। কারা সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে সকাল পৌনে ১১টার দিকে পুরান ঢাকার কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, কারাগারে অভিনব কায়দায় মাদক ঢুকছে। কেউ গলাধকরণ করে মাদক ঢুকাচ্ছে। শুকনা মরিচের ভেতরে করে প্রবেশ করাচ্ছে। কেউ কেউ নিচ্ছে পেঁয়াজের ভেতরে ঢুকিয়েও। তবে তা প্রতিরোধের ক্ষেত্রে কারারক্ষীদের ভুল ও সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি। তিনি বলেন, আমাদেরও অনেক ভুল-ত্রুটি আছে। কারারক্ষীর সংখ্যাও কম। বিপথগামী কারারক্ষীদের প্রসঙ্গে তিনি বলেন, গত এক বছরে কমপক্ষে ২০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status