খেলা

ক্রিকেট ছাড়ার ষোষণা পিটারসেনের!

স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ ২০১৮, রবিবার, ১:১৩ পূর্বাহ্ন

ক্রিকেট জীবনের দীর্ঘ ১৩ বছরের বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তি টানতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। পেশাদার ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। কিছুদিন আগে নিজেই এমন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। আর গতকাল টুইটারে পোস্ট দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। টুইটারে তার ঘোষণার পর সাবেক সতীর্থরা তাকে শ্রদ্ধা জানিয়েছেন। গত শুক্রবার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পিটারসেন ছোট্ট করে টুইট করেন, ‘বুটস আপ! থ্যাংক ইউ।’ যার মানে দাঁড়ায় এখানেই তার খেলোয়াড় জীবনের অধ্যায় শেষ করছেন। এরপর আরকেটি টুইটও করেন অবসরকে কেন্দ্র করে। যেখানে লেখেন, ‘৬৮টি শতক ও ১৫২টি অর্ধশতকের সাহায্যে আমার ক্যারিয়ারে ৩০ হাজারের বেশি রান করেছি। এখন সরে দাঁড়ানোর সময়। তার মানে শতভাগ নিশ্চিত যে তিনি পেশাদার ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status