ভারত

ভারতে ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারে ভোটের দাবি

কলকাতা প্রতিনিধি

১৮ মার্চ ২০১৮, রবিবার, ১২:৫৬ অপরাহ্ন

ইলেকট্রনিক ভোটযন্ত্রের (ইভিএম) বদলে আগামীদিনের সব নির্বাচন আগের মতো কাগজের ব্যালটে করার দাবি জানিয়েছে কংগ্রেস। ইভিএম নিয়ে সাধারণ ভোটারের মধ্যে যে আশঙ্কা তৈরি হচ্ছে, তা দূর করতেই পুরনো ব্যালট পেপারে ফিরে যাওয়ার পক্ষে সওয়াল করেছে কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে তারা এমন দাবি জানাতে চলেছে।  শনিবার কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে বলা হয়েছে,  ইভিএমের ব্যাপক অপব্যবহার করা হচ্ছে, যাতে সম্ভাব্য জনমতের উল্টো ফল বেরোয়। এই আশঙ্কা দূর করতেই ব্যালটে ভোট ফের চালু করা দরকার। বেশ কিছুদিন ধরেই দেশটির বিভিন্ন রাজনৈতিক  দলের পক্ষ থেকে নির্বাচনে ইভিএমে কারসাজি করে রায় বদলের অভিযোগ করা হচ্ছে। অবশ্য নির্বাচন কমিশন সবসময় দাবি  করেছে, ইভিএমে কারসাজি করা সম্ভব নয়। কংগ্রেসের মুখপাত্র টম ভাড্ডাকান বলেছেন,  দেশবাসীর মধ্যে এই ধারনা প্রবল যে, ইভিএমে বিকৃতি ঘটিয়ে ফলাফল এদিক-ওদিক করা যায়। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার  রিপোর্টও এই আশঙ্কা সমর্থন  করেছে। সুতরাং কংগ্রেসের ব্যালটপত্রে ভোটদানের প্রথা ফেরানোর দাবি নির্বাচন কমিশনের মানা উচিত। এ ব্যাপারে কংগ্রেসের অধিবেশনে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে তাতে বলা হয়েছে, নির্বাচন ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা ফেরানোর জন্য বিশ্বের বড় বড় গণতান্ত্রিক দেশগুলি ফের ব্যালটে ভোটগ্রহণ চালু করেছে। এবার ভারতেও তা হোক। এছাড়া বিজেপির ভারতজুড়ে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করানোর উদ্যোগকে ‘ভ্রান্ত পদক্ষেপ’, ‘সংবিধানের সঙ্গে বেমানান’ এবং  ‘অবাস্তব’ বলে আখ্যায়িত করেছে কংগ্রেস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status