দেশ বিদেশ

অন্তর্বর্তীকালীন সরকার গঠনসহ ধাপে ধাপে নির্বাচনের আয়োজন করা হবে: অর্থমন্ত্রী

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১৮ মার্চ ২০১৮, রবিবার, ১০:০৪ পূর্বাহ্ন

অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বলেছেন, বাংলাদেশকে জাতিসংঘের উন্নয়শীল দেশের তালিকায় স্বীকৃতির বিষয়ে চলতি মাসের ১৫ তারিখ আমরা একটি চিঠি পেয়েছি। ২০২৪ সাল পর্যন্ত তারা আমাদের এ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। আর আমরা এর মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবো এবং ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের তালিকায় স্থান করে নিবো। গতকাল বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস আয়োজিত বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস এবং  হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচনে নিয়ম অনুযায়ী তিনমাস পূর্বে সংসদ ভেঙে দিয়ে সংসদীয় প্রতিনিধিত্বকারীদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনসহ ধাপে ধাপে নির্বাচনের আয়োজন করা হবে।  ছবিসহ ভোটার আইডি কার্ড হওয়ায় ফলে এখন আর জালিয়াতি নির্বাচন করা সম্ভব না। তবে দুই এক জায়গায় গুণ্ডা বাহিনী দিয়ে  ভোটকেন্দ্র দখল করার সম্ভাবনা রয়েছে। সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারাদেশে কয়েক ধাপে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে বলে মন্ত্রী জানান। এসময় উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রীর বোন অধ্যাপক ড. শাহেলা খাতুন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র  পোদ্দার, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন প্রমুখ। এর আগে তিনি ভারতেশ্বরী হোমসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status