খেলা

হকি দলের নতুন বিদেশি কোচ গোপীনাথান কৃষ্ণমূর্তি

স্পোর্টস রিপোর্টার

১৮ মার্চ ২০১৮, রবিবার, ১০:০০ পূর্বাহ্ন

বেশ কিছুদিন ধরেই হকি দলের জন্য একজন বিদেশি কোচ খুঁজছিলো বাংলাদেশ হকি ফেডারেশন। বিদেশি কোচ চূড়ান্ত করতে না পারায় এশিয়ান গেমসের বাছাই পর্বে মাহবুব হারুনের ওপর আস্থা রাখে তারা। তার অধীনেই এশিয়ান গেমসের বাছাই পর্বের ফাইনালে উঠে বাংলাদেশ। তবে যুব অলিম্পিকের বাছাই পর্বের আগে নতুন বিদেশি কোচ নিয়োগ দিতে যাচ্ছে ফেডারেশন। এরিমধ্যে মালয়েশিয়ার গোপীনাথান কৃষ্ণমূর্তিকে কোচ হিসেবে চূড়ান্ত করেছে তারা। এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বেও জাতীয় দলের দায়িত্ব পালন করার কথা মালয়েশিয়া জাতীয় দলের হয়ে ১৯০ ম্যাচ খেলা গোপীনাথানের।
গোপীনাথান ছাড়াও মিশেল কিনান, জাইলস বনেটসহ একাধিক কোচের বৃত্তান্ত ছিল ফেডারেশনের হাতে। এদের মধ্যে গোপীনাথানের কেবল তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে। মালয়েশিয়া যুব দলের হয়েও কাজ করেছেন গোগীনাথান। এর আগে দুই মাস তিনি কাজ করেছেন বাংলাদেশে। এসব দিক বিবেচনা করেই তাকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। প্রথমে জাতীয় দল নয়, তিনি কাজ করবেন অনূর্ধ্ব-১৬ দল নিয়ে। প্রথম অ্যাসাইনমেন্ট হবে যুব অলিম্পিকে বাংলাদেশের দলে কোচ হিসেবে কাজ করা। তার পারফরমেন্সের ভিত্তিতে এগুবো ফেডারেশন। এ বিষয়ে আবদুস সাদেক জানান, ‘আমরা সবদিক বিবেচনা করেই তাকে নিয়োগ দিতে যাচ্ছি। আমাদের প্রথম টার্গেট যুব অলিম্পিকের বাছাই পর্ব। বাছাই পর্বের এখনো দেড় মাস বাকি। আমার বিশ্বাস দেড় মাসে তিনি দলকে প্রস্তুত করতে পারবেন। এরপরে সে যদি জাতীয় দলকেও কোচিং করাতে রাজি হয়, সামনে এশিয়ান গেমসের মূল পর্বও আছে। আমরা সেটিও বিবেচনা করবো। এছাড়া তাকে দেশের তৃণমূলে কাজে লাগানোর ইচ্ছা ফেডারেশনের। সাদেক জানান, ‘সে ওয়ার্ল্ড কাপ খেলেছে। অলিম্পিক খেলেছে। মালয়েশিয়ার বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে কোচিং করিয়েছে। তাকে নিয়ে দেশের তৃণমূলেও কাজ করানো যাবে। আপাতত তার প্রথম অ্যাসাইনমেন্ট যুব অলিম্পিক।’ আগামী ২৫শে এপ্রিল থেকে থাইল্যান্ডে হবে যুব অলিম্পিকের বাছাই পর্ব। মালয়েশিয়ার হয়ে ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলা কৃষ্ণমূর্তি দ্বিতীয়বারের মতো আসছেন বাংলাদেশে। এর আগে ২০১৪ সালে দুই মাসের জন্য এসেছিলেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status