বাংলারজমিন

সারা দেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

পিরোজপুর
পিরোজপুর প্রতিনিধি: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আনন্দ র‌্যালি, দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
ঘাটাইল
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: শনিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঘাটাইলে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম লেবু, অধ্যক্ষ শামছুল আলম মনি, পৌর মেয়র শহিদুজ্জামান খান, সাবেক মেয়র হাসান আলী, তানভীর রহমান, অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ।
দেলদুয়ার
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএও সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আকতারুননেছা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক, ওসি মো. জহিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু, শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, যবলীগের আহ্বায়ক আহসানুল হক সুমন, ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা প্রমুখ।
কেরানীগঞ্জ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মডেল থানা পুলিশের উদ্যোগে এবার বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল দুপুরে মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) অফিসরুমে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার, মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, ডিবির ওসি শাহ শাহজামান, মডেল থানার ওসি অপারেশন মোহাম্মদ আশিকুজ্জামান, ইন্সপক্টের মো. শাহ আলম, ডিবির ইন্সপেক্টর মো. নাজমুল হাসান ও মডেল থানা কমিউনিটি পুলিশের সভাপতি হাজী মো. আমিন প্রমুখ।
সেনবাগ
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ, তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক ও ইউএনও শতরূপা তালুকদার নেতৃত্ব দেন।
খাগড়াছড়ি
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শিশুদের একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
দোহার
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালি এবং আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে জয়পাড়া রতন চত্বর ঘুরে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা শেষ করে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, দোহার থানা ওসি তদন্ত ইয়াছিন মুন্সিসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পটুয়াখালী
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ সংলগ্ন বঙ্গবন্ধুর মুর‌্যালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখান থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ করে জেলা শিশু একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
ধামরাই
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ধামরাই পৌরসভা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পৌরসভা চত্বরে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে উপস্থিত বক্তব্য, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা করেন। পরে বিজয়ীদের মাঝে পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবির তাদের হাতে পুরস্কার তুলে দেন।
সরাইল
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
রংপুর
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রংপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় শিশু একাডেমিতে দুটি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত শিশু এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিকেল ৪টায় রংপুর প্রেস ক্লাব চত্বরে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রংপুর জেলা মহিলা
নগরকান্দা
নগরকান্দা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক চৌধুরী ফিরোজ হাসান, ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন, এনায়েত হোসেন চৌধুরী, জুলু চৌধুরী, সহিদ তালুকদার প্রমুখ।
পঞ্চগড়
পঞ্চগড় প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে পঞ্চগড় জেলা প্রশাসন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটরিয়াম চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status