বাংলারজমিন

বিচারপতি মমতাজউদ্দিন

ঐক্যবদ্ধ হলে সাংবাদিকদের নিবন্ধনের আওতায় আনা হবে

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যবদ্ধ হলে সাংবাদিকদের সকল পেশার মতো নিবন্ধনের আওতায় আনা হবে। ৫৭ ধারার মামলায় সাংবাদিকদেরকে অন্তর্ভুক্ত করা যাবে না। ৩২ ধারা নিয়ে সম্পাদক, মালিকপক্ষ, রাষ্ট্রপক্ষসহ যাচাই বাছাইয়ের পর অনুসন্ধানী সাংবাদিকতার ব্যাঘাত করা হবে না। ডেইলি স্টার ও প্রথম আলো সরকারের বিরুদ্ধে লিখলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। অবাধ তথ্য প্রবাহের ব্যাপারে টকশোসহ প্রিন্ট মিডিয়ায় সরকারের ভুল ত্রুটি তুলে ধরছেন স্বাধীনভাবে। পত্রিকায় কয়জন সাংবাদিক থাকবে এবং বেতন কাঠামো নির্ধারণ রাষ্ট্র তার দায়িত্ব নিবে না। মিডিয়ার জন্য সরকার বিজ্ঞাপন বাবদ ৫শ’ কোটি টাকা প্রতি বছর খরচ করছেন। যারা সাংবাদিকতা করেন দেশের ও জনগণের স্বার্থে, তাদেরকে প্রতি বছর পুরস্কৃত করা হবে। গতকাল নোয়াখালীর সার্কিট হাউজ মিলনায়তনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইন ও আচরণ বিধি সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিচারপতি মমতাজউদ্দিন বলেন, যারা জামায়াত-বিএনপি ও জঙ্গিবাদের এজেন্ট হিসেবে কাজ করেন তাদেরকে শাস্তির আওতায় এনে দণ্ডিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য রিলিফ ফান্ড ঘোষণা করেছেন। হুন্ডাসহ কোন গাড়িতে সাংবাদিকের মনোগ্রাম লেখা যাবে না। আইন অমান্য করলে তাদের শাস্তির আওতায় আনা হবে। বিচারপতি নাসিমকে বলেছি, সাংবাদিকদেরকে ঝুঁকি ভাতা দিতে হবে। এডিএমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা তথ্য অফিসার। বক্তব্য রাখেন এডভোকেট সারওয়ার-ই-দ্বীন ও নোয়াখালী কথার সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটন ও মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status