বাংলারজমিন

সিলেটের গাভীয়ার খালে অভিযান শুরু

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪২ পূর্বাহ্ন

আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত রাখতে গাভীয়ারখালে আবারো অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে গাভীয়ারখালের গতি পরিবর্তন করে দেয়াল নির্মাণ করায় তা ভেঙে দেন তিনি। এর আগে ২০১৩ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র আরিফুল হক চৌধুরী বিজয়ী হওয়ার পর গাভীয়ারখাল উদ্ধারে অভিযান শুরু করেন। উদ্ধারের পর সে সময় এই ছড়া দিয়ে স্পিডবোট ও নৌকা চলাচল করান মেয়র। এরপর দীর্ঘদিন কারাগারে থাকার কারণে ফের গাভীয়ারখাল অবৈধ দখলকারীদের কবলে পড়ে ছড়ার অস্তিত্ব হারায় গাভীয়ারখাল। ছড়ার দু’পাড়ে গড়ে উঠে বাসা-বাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। খবর পেয়ে শনিবার দুপুরে দখল হয়ে যাওয়া নগরীর নবাব রোড এলজিডি কার্যালয়ের পেছনের অংশ ভাঙার কাজ শুরু করেন মেয়র আরিফ। এ সময় সিসিক মেয়র বলেন, ‘সিলেট নগরীর অন্যতম সমস্যা নগরীর ভেতর দিয়ে প্রবহমান ছড়া-খাল দখল ও ভরাট হয়ে যাওয়া। এর ফলে বাধাগ্রস্ত হয় নগরীর পানি নিষ্কাশন, দেখা দেয় জলাবদ্ধতা। এ থেকে উত্তরণে নেয়া হয় নানা উদ্যোগ। ২০১৩ সালে একই লক্ষ্যে প্রকল্পের মাধ্যমে গাভীয়ারখাল উদ্ধার করে সেখানে স্পিডবোট ও নৌকা চলাচল করিয়েছি’। এরপর দীর্ঘ সময় কারাগারে থাকায় ফের দখলে চলে যায় গাভীয়ারখাল। মেয়র বলেন, এখন আর কেউ ছড়া, খাল, ড্রেন দখল করতে পারবে না। দখলকারীদের খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার কাজ শুরু হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, দখলদাররা যত বড় প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে অ্যাকশনে আছে সিসিক। ছড়া-খাল রক্ষায় বার বার বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও এতোদিন নগরবাসী এর তেমন সুফল ভোগ করতে পারেননি উল্লেখ করে সিসিক-এর প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, এখন থেকে ছড়া, নালা, খাল, ড্রেন উদ্ধারে কাউকে ছাড় নয়; বরং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সিসিক। আসন্ন বর্ষা মৌসুমে নগরীতে আর তেমন জলাবদ্ধতা হওয়ার আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ছড়া-খাল উদ্ধার করে তা রক্ষার উদ্যোগ নগরবাসীকেও নিতে হবে। কোন ধরনের দখলদারিত্ব হলে তাৎক্ষণিক সিটি মেয়র বা সিসিক কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান নূর আজিজুর রহমান। এছাড়া নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া ছড়া নালা, ড্রেনে আবর্জনা না ফেলতে নগরবাসীকে অনুরোধ করেন সিসিক’র এই কর্মকর্তা। অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ, মখলিছুর রহমান কামরান, সিসিক’র প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল হক পাটোয়ারীসহ সিসিক’র অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status