বাংলারজমিন

সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলা ভাঙচুর, আহত ১

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

সোনাইমুড়ীতে পূর্ব মীর্জানগর লেয়াকত উল্যা মেম্বার ও সাইফুল ইসলাম ফুয়াদের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় বসতঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় আকরাম উদ্দিন হাজী বাড়ির মৃত মোহাম্মদ মিয়ার ছেলে ফয়েজ আহমেদ প্রকাশ চাঁন মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেন। থানায় মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মীর্জানগর ১২২ মৌজার ৪৬৯৬ দাগে ৫ শতাংশ জমিন ওয়ারিশ সূত্রে মালিক হয়ে বসবাস করে আসছিল। একই গ্রামের মৃত শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম ফুয়াদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লেয়াকত উল্যা মেম্বার (৫৫), সাইফুল ইসলাম ফুয়াদ, মনির হোসেন, আমজাদ হোসেন ও ফজলুল হকের নেতৃত্বে ১০০/১৫০ জন সন্ত্রাসী দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চাঁন মিয়ার বসতঘর ভাঙচুর করে লুটপাট চালায়। এ সময় বাধা দিলে চাঁন মিয়ার বোন শাহিদা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাহিদা বেগমের সঙ্গে থাকা স্বর্ণের চেইন ও দালান নির্মাণের জন্য জমানো নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করে। এ বিষয়ে চাঁন মিয়া জানান, আমি চাকরির সুবাদে ঢাকায় থাকি, এ বিষয়ে বাড়াবাড়ি করলে প্রকাশ্যে আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়। আমাকে হত্যার উদ্দেশ্যে আমাদের বাড়িতে হামলা চালায়। বর্তমানে আমি খোলা আকাশের নিচে বসবাস করছি। এ বিষয়ে জানতে বিবাদী সাইফুল ইসলাম ফুয়াদকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ওই জায়গার মালিকানা নিয়ে আদালতে মামলা রয়েছে। কিন্তু মামলা মীমাংসার জন্য ২০ বছর সময় অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার জায়গা উদ্ধার করে নিয়েছি।
মামলার বিষয়ে সোনাইমুুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। মামলার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status