বাংলারজমিন

রাণীনগরে আলোকিত হলো ১৬ গ্রাম

নওগাঁ প্রতিনিধি

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরের একডালা ইউনিয়নের ১৬টি গ্রামের প্রায় ১ হাজার ৪শ’ ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকীর উপহার হিসেবে উপজেলা একডালা ইউনিয়নে এই শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়। শনিবার দুপুরে একডালা ইউনিয়নের পাকুড়িযা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একডালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়।
একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সহিদুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ও একডালা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মো. হাফিজার রহমানের সঞ্চালনায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, সম্পাদক মফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, পল্লীবিদ্যুৎ রাণীনগর অঞ্চলের ডিজিএম মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ্রী অনলি চন্দ্র চৌধুরী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন, সম্পাদক ময়নুল হক ভুট্ট, একডালা ইউপি আওয়ামী লীগের সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে একডালা ইউনিয়নের একডালা, পাকুড়িয়া, যাত্রাপুর, ভেবড়াগাড়ী, পাঁচুপুর, কাশিনগর, সরিয়া, গুয়াতা, রামজীবনপুর, জলকৈ, উপরতালিমপুর, দিঘীপাড়া, ঘাটাগন, শিয়ালা, কালীগ্রাম কয়াপাড়া ও দুধকুন্ডি গ্রামের প্রায় ১হাজার ৪শ’ বাড়িতে বিজলীর আলোর নতুন সংযোগ প্রদান করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status