বিনোদন

বঙ্গবন্ধুর জন্মদিনে চলচ্চিত্র শিল্পীদের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

১৭ মার্চ ২০১৮, শনিবার, ৯:১৬ পূর্বাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী আজ। বাঙালি জাতির জীবনের এক আনন্দের দিন। জাতীয় শিশু দিবসও আজ। রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। আজ সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আজ বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। এর আগে শিল্পীরা একটি র‌্যালী নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে পৌঁছান। এ সময় আরো উপস্থিত ছিলেন অঞ্জনা, আলীরাজ, রিয়াজ, পপি, জ্যাকী আলমগীর ও নিপুনসহ অনেকে। বঙ্গবন্ধু ১৯২০ সালের এই দিনে বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status