বিনোদন

‘অনেক দিন পর চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছি’

কামরুজ্জামান মিলু

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৮:৫৭ পূর্বাহ্ন

চিত্রনায়ক ইমন আবারো চলচ্চিত্রে সরব হয়েছেন। তার হাতে এখন বেশ কয়েকটি ছবি। সমপ্রতি এফডিসিতে সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘সাহসী যোদ্ধা’ নামে নতুন একটি ছবির শুটিং শুরু করেছেন তিনি। এ ছবির সেটে কথা হয় তার সঙ্গে। ইমন মানবজমিনকে বলেন, এখন অনেকটা বুঝেশুনে ভালো কিছু গল্পের ছবিতে কাজ করার চেষ্টা করছি। আমি ‘সাহসী যোদ্ধা’ ছবিতে আয়কর বিভাগে যোগ দেয়া একজন সাহসী কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি। বলতে গেলে এক কথায় অন্যায়ের সঙ্গে কোনো আপস করে না এমন একটি চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। অন্যায়ভাবে যারা কর ফাঁকি দেয় তাদের কাছে ত্রাস হয়ে ওঠা একটি চরিত্র এটি। অনেকদিন পর চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছি। এ ছবিতে আমার সঙ্গে জুটি বেঁধেছেন শিরিন শিলা। ছবিটি নিয়ে ইমন আরো বলেন, ভালো ছবি দেখতে দর্শক সিনেমা হলে ঠিকই ভিড় করে। মৌলিক গল্পের কাহিনী নিয়ে এ ছবিটি নির্মাণ হচ্ছে। ছবিতে আমাদের সমাজের নানান প্রেক্ষাপট উঠে আসবে। আর পরিচালক সাদেক ভাইও বেশ মনোযোগসহকারে কাজটি করছেন। এমন একটি চরিত্রে কাজ করে আমার ভালো লাগছে। সবশেষ গত বছর স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ ছবিটি মুক্তি পায় ইমনের। সামনে তার নতুন কোনো ছবি আসবে জানতে চাইলে তিনি বলেন, এরমধ্যে আমার অভিনীত ‘কিলার’, ‘সমাধান’ এবং ‘আমার সিদ্ধান্ত’ নামের ছবিগুলো মুক্তি পাবে। কথা প্রসঙ্গে ইমন আরো বলেন, আমাদের ছবির মান দিন দিন ভালো হচ্ছে। দেশের বাইরে অনেক বাঙালির সঙ্গে আমার কথা হয়েছে যারা দেশের ছবি দেখতে পান না। কিন্তু তারা পছন্দের শিল্পীদের কাজ  দেখতে চান। এজন্য মাঝে মধ্যে ছোট পর্দায় কাজ করা হচ্ছে আমার। এসবের মধ্যে নাফিস রেজার নির্মাণে ‘প্রাণ আপ’-এর বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেলে এখন প্রচার হচ্ছে। এখানে আমি ও শখ মডেল হিসেবে কাজ করেছি। কাজটি প্রচার হওয়ার পর থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছি। গত বছর কক্সবাজারে ‘কিলার’ ছবির কাজ শুরু করেন ইমন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা মৌ খান। আর ছবিটি পরিচালনা করেন সুজন বড়ুয়া। এ প্রসঙ্গে ইমন বলেন, রহস্যঘেরা একটি চরিত্রে অভিনয় করেছি আমি। এক কথায় টানটান উত্তেজনার গল্প রয়েছে ‘কিলার’ ছবিতে। মা বাবার ভালোবাসা থেকে দূরে গিয়ে একজন সন্ত্রাসী দলের লিডার হয়ে ওঠে। এরপর হঠাৎ একটি মেয়ে তার জীবনের গল্পটাকে ঘুরিয়ে দেয়। ছবিটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছি। নবাগতা হলেও মৌ বেশ ভালো অভিনয় করেছে। আমি এখন একেকটি ছবিতে একেক ধরনের চরিত্রে অভিনয় করছি। দর্শক প্রতিটি ছবিতে ভিন্ন এক ইমনকে খুঁজে পাবেন। প্রসঙ্গত, ‘এক বুক ভালোবাসা’ ছবি দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন ইমন। এরপর ‘দারুচিনি দ্বীপ’, ‘গহীনে শব্দ’. ‘লালটিপ’, ‘পুত্র এখন পয়সাওয়ালা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপাতার জল’, ‘অন্তরঙ্গ’, ‘গার্মেন্টস কন্যা’, ‘জোনাকীর আলো’, ‘আমার পৃথিবী তুমি’, ‘স্বপ্ন যে তুই’, ‘জানে না এ মন’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’, ‘পরবাসিনী’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা ইমন এখন চলচ্চিত্রেই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ অভিনেতা আলাপনের সবশেষে বলেন, চলচ্চিত্রের মানুষ আমি। ছোট পর্দায় মাঝে মধ্যে কাজ করলেও নিজেকে চলচ্চিত্রের নায়ক হিসেবে ভাবতেই পছন্দ করি। আমরা বড় পর্দার মানুষরা দর্শকের কাছে কৃতজ্ঞ। কারণ এখনো তারা প্রেক্ষাগৃহে গিয়ে নিয়মিত ভালো ছবি দেখছেন। সিনেমা হলের পরিবেশ, আসন ব্যবস্থা, সেন্ট্রাল সার্ভারসহ বেশকিছু সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের। এ সমস্যাগুলোর দ্রুত সমাধান করা দরকার। সরকারকেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে। কারণ চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে উঠতে ভালো গল্পের ছবি বা মেকিংয়ের পাশাপাশি এই বিষয়গুলোতেও জোর দেয়া প্রয়োজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status