বিনোদন

মৌসুমী বললেন শুধুই বন্ধুত্ব

স্টাফ রিপোর্টার

১৮ মার্চ ২০১৮, রবিবার, ৮:৫৭ পূর্বাহ্ন

দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আজ থেকে চ্যানেল আইয়ে প্রচারে আসছে এই অভিনেত্রীর ‘গ্রামের নাম শিমুলপুর’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক। এটি নির্মাণ করেছেন জর্জিস বাশার। ধারাবাহিকটি নিয়ে মৌসুমী দারুণ আশাবাদী। এটির গল্প ও নির্মাণ শৈলীতে বেশ নতুনত্ব রয়েছে বলে জানান তিনি। এটি ছাড়াও এই অভিনেত্রীর এটিএন বাংলায় ‘লাইফ ইন এ মেট্রো’ শীর্ষক ধারাবাহিকটি প্রচার হচ্ছে। এদিকে তার হাতে রয়েছে নির্মাতা সুমন আনোয়ারের ‘ইডিয়েট’ ও ‘সুখী মীরগঞ্জ’ শিরোনামের আরো দুটি ধারাবাহিক। এই নির্মাতার সঙ্গে কাজের বাইরে মৌসুমীর একটি সম্পর্ক রয়েছে বলেও জানা যায়। দেশ-বিদেশে তাদের দুজনের ঘোরাঘুরির ছবি বিভিন্ন সময় ফেসবুকে ভাসে। অনেক দিন থেকেই এই দুজনের প্রেমের সম্পর্কের কথা শোনা যায় মিডিয়ায়। এ সম্পর্কে মৌসুমী বলেন, এ সম্পর্ক প্রেম নয়, শুধুই ভালো বন্ধুত্ব। কিন্তু মৌসুমীর কাছের মানুষদের অনেকেই বলছেন তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এমনকি চলতি বছরে তারা হয়তো বিয়ের পিঁড়িতেও বসবেন। শোবিজে আজকাল অনেক অভিনেত্রীকে কাজের জন্য সেক্রিফাইস করতে হয় বলে প্রকাশ হয়। এ সম্পর্কে কেউ কেউ সাম্প্রতিক সময়ে মুখও খুলেছেন। একটা সময় এই অভিনেত্রীও নতুন ছিলেন। সেক্ষেত্রে তিনি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক পেশায় ভালো-মন্দের মানুষ থাকে। এটি অস্বীকার করার কিছু নেই। আমি মনে করি নিজেকে নিরাপদ রাখার মতো সামর্থ্য না থাকলে এই ধরনের পেশায় কারো না আসাই ভালো। আমি শুরু থেকেই আমার কাজ নিয়ে আছি। কাজের জন্য কারো কাছে নিজেকে সঁপে দিইনি। এছাড়া আমাকে এখন পর্যন্ত এমন বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। এদিকে ছোট পর্দার বাইরে চলচ্চিত্রেও দেখা গেছে মৌসুমী হামিদকে। ‘জালালের গল্প’, ‘ব্ল্যাক মেইল‘, ও পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ সহ কয়েকটি সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু এরপরেও তার হাতে নতুন চলচ্চিত্র নেই। চলচ্চিত্রের জন্য কি নায়িকাদের কোনো পথ অবলম্বন করতে হয়? এই সম্পর্কে তার ভাষ্য, আমি হয়তো চলচ্চিত্রের জন্য উপযুক্ত নই, তাই নির্মাতারা আমাকে নিয়ে আগ্রহী নয়। তবে কোন পথে হাঁটলে চলচ্চিত্রের কাজ পাওয়া যায় সেটি আমার জানা নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status