দেশ বিদেশ

নেপালে বিমান দুর্ঘটনা

আজ রাষ্ট্রীয় শোক

বিশেষ প্রতিনিধি

১৫ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া ১৬ই মার্চ বাদ জুমা দেশের সব মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ওইদিন সুবিধামতো সময়ে প্রার্থনা হবে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সভায় আহতদের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য টিম পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে গত সোমবার বাংলাদেশের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন, যাদের মধ্যে ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালি কর্তৃপক্ষ। দুর্ঘটনায় বিমানের ক্যাপ্টেন আবিদ সুলতান ও কো-পাইলট পৃথুলা রশীদ এবং দুই কেবিন ক্রু শারমীন আক্তার নাবিলা এবং খাজা হুসাইন এবং ২২ বাংলাদেশি যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো ১০ বাংলাদেশি। এই দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী তার সিঙ্গাপুর সফর একদিন সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফিরেছেন। বিমান পরিচালনাকারী সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকেও আহতদের তাদের খরচে দেশে আনা এবং চিকিৎসার ঘোষণা দেয়া হয়েছে। সেই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। তবে দুর্ঘটনার পর আগুন লেগে যাওয়ায় অনেক মরদেহ পুড়ে গেছে। ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। গতকাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পর আহতদের চিকিৎসায় সহায়তার জন্য একটি মেডিকেল টিম (বার্ন ও অর্থোপেডিক সমন্বয়ে) যত দ্রুত সম্ভব নেপালে পাঠানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহের উদ্দেশ্যে একটি টিম পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দেশবাসীকে ধৈর্য এবং সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য এয়ার সেফটি বা উড্ডয়ন নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দেয়া হয়। দুর্ঘটনার পরবর্তী করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের এ বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ.টি ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিমানবাহিনীর প্রধান আবু এসরার, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী সহ সংশ্লিষ্ট সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status