বিনোদন

এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাটির প্রজার দেশে’

স্টাফ রিপোর্টার

১৫ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:২০ পূর্বাহ্ন

বিদেশের একাধিক উৎসব ঘুরে এসেছে বিজন ইমতিয়াজ পরিচালিত ছবি ‘মাটির প্রজার দেশে’। বিদেশের বিভিন্ন উৎসব শেষে এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। গুপী বাঘা প্রোডাকশনসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরিফুর রহমান। তিনি বলেন, ইউটিউবে ৭ই মার্চ প্রকাশ করা হয় ছবির ট্রেইলার। পৌনে ২ মিনিট দৈর্ঘ্যের এ ট্রেইলারে উঠে এসেছে ‘মাটির প্রজার দেশে’র টুকরো টুকরো গল্প। ১০ বছর বয়সী জামালের চোখে তুলে ধরা হয়েছে মাটিলগ্ন মানুষের বিচিত্র যাপনের দৃশ্য। আছে আনন্দ, আছে বিষাদ। সব মিলিয়ে নতুন গল্পের আশ্বাস দেয়। ছবিটি এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিকে প্রযোজনা সূত্রে জানা যায়, আসছে ২৩শে মার্চ দেশের তিনটি সিনেমা হলে মুক্তি পাবে ‘মাটির প্রজার দেশে’। এরপর ৫ই মে ছবিটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে। ২০১৬ সালের শেষদিকে সেন্সর ছাড়পত্র পায় ছবিটি। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, আবদুল্লাহ রানা, কচি খন্দকার, মাহমুদুর রহমান অনিন্দ্য, চিন্ময় গুপ্তা, রমিজ রাজু, মাহফুজা বেগম রুমা প্রমুখ। যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শিকাগোর সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব, ইতালির কারাওয়ান চলচ্চিত্র উৎসব ও ইন্দোনেশিয়ার রয়্যাল বালি চলচ্চিত্র উৎসবসহ বেশকিছু আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছে ছবিটি। এর মধ্যে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দর্শক পছন্দে সেরা পূর্ণদৈর্ঘ্য ছবির পুরস্কার জিতে ‘মাটির প্রজার দেশে’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status