বাংলারজমিন

বগুড়ায় চাঁদা না পেয়ে হামলা

বগুড়া প্রতিনিধি

১৫ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

বাড়ি তৈরিতে সন্ত্রাসীদের বাধা। চাঁদা দাবি করে না পেয়ে বাড়িতে হামলা করেছে। অস্ত্রের মুখে স্বর্ণ এবং নগদ টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রেক্ষিতে বগুড়া সদর থানায় লায়লা আকতার পাখী বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের নামগড় ক্রসলেন তেতুলতলা এলাকায়। ওই মামলায় চিহ্নিত সন্ত্রাসী তিন জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিরা হলো- জাফর হোসেন জাফরী (৪৫) পিতা মৃত ইজার উদ্দিন, ডেজী (৫৫) স্বামী মৃত আবদুল কাদের এবং ডেজীর মেয়ে কাননী (৩০)। উল্লিখিত আসামিরা ঘটনার দিন ১১ই মার্চ দুপুরে লায়লার বাসায় গিয়ে পিস্তলসহ ধারালো অস্ত্রের মুখে লুটপাট করে। বিষয়টি বগুড়া সদর থানাকে জানিয়ে ওইদিন বিকালে আসামিদের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলার চার দিন পার হলেও পুলিশ আসামিদের ধরার কোনো উদ্যোগ নেয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মামলার বাদী কোণঠাসা হয়ে পড়েছে। মামলা সূত্রে জানা গেছে, লায়লা আকতারের স্বামী জীবিত থাকা অবস্থায় বগুড়া শহরের নামজগর এলাকায় একটি বাড়ি তৈরির কাজে হাত দেন। বাড়িটির ভিত ৪তলা হলেও ওই সময় ১ তলার কাজ শেষে হয়। বর্তমানে লায়লা আকতার ওই বাড়ির দ্বিতীয় তলার কাজ শুরু করেছেন। সেই কাজ করা দেখে উল্লিখিত আসামিরা বাড়ির কাজে বাধা প্রদান করে। তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে লায়লার কাছে। লায়লা ওই টাকা দিতে রাজি না হওয়ায় ১১ই মার্চ দুপুরে পিস্তল এবং ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে। ওই সময় তাদের হামলায় গুরুতর আহত হন লায়লা। হামলাকারীরা ওই সময় লায়লা এবং তার মেয়ে তিশার গলায় থাকা স্বর্ণের চেইন এবং ড্রয়ার ভেঙ্গে নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। লায়লা চিৎকার করতে চাইলে হামলাকারীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে চুপ থাকতে বলে। পরে হামলাকারীরা চলে গেলে আহত অবস্থায় পরশিরা লায়লাকে উদ্ধার করে মোহাম্মদ হাসপাতালে ভর্তি করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status