এক্সক্লুসিভ

বিএনপি ৯ বছরে ৯ মিনিটের আন্দোলন করতে পারেনি: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল থেকে

১৫ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ৯ বছরে ৯ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। তারা বলে রোজার ঈদের পরে আন্দোলন শুরু করবে, আবার বলে কোরবানির ঈদের পরে, আরেকবার বলে পরীক্ষার পরে। আমরা কখনো বিএনপিকে আন্দোলন করতে দেখিনি। জনগণ নিয়ে আন্দোলন করতে হয়। সেই জনগণ তাদের পেছনে নেই। মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসা যায় না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘরে ঘরে গিয়ে ভোট সংগ্রহ করতে হবে। নতুন ও নারী ভোটারদের ফোকাসে আনতে হবে। আগামী নির্বাচনে নতুন ও নারী ভোটাররা আমাদের ক্ষমতায় আসতে সহযোগিতা করবে। মানুষকে ভালোবাসতে হবে। সম্মান ও ভালোবাসার মাধ্যমে মানুষের বুকে জায়গা করে নিতে হবে। জনগণই আমাদের ক্ষমতার উৎস। গণতন্ত্রের ভোটে আমরা বিজয়ী হবোই। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দুর্নীতি করতে পকেট কমিটি করবেন না। পকেট কমিটি করলে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে ফেলবে। ক্ষমতা চিরদিন থাকে না। দলভারী, নেতা হওয়ার জন্য ও এমপি হওয়ার জন্য কোনো সন্ত্রাসী, মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং দাগি কোনো আসামিকে আওয়ামী লীগের সদস্য করবেন না। এরা দলের ক্ষতি করবে। বাগানের ফুল শুকিয়ে যায়, তোরণের ছবি মুছে যায়, বিল বোর্ড, ব্যানারের ছবিও মুছে যাবে। মানুষের 
বুকে জায়গা করে নিলে সেটি আর কখনো মুছে যাবে না। তাই ১০০ মোটরসাইকেল ও ২৫-৩০টি গাড়িবহর বের করলেই ভোট পাওয়া যায় না।
তিনি গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলে আওয়ামী লীগের কর্মিসভায় এসব কথা বলেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কর্মিসভার আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমেদ, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status