বিশ্বজমিন

চতুর্থ মেয়াদে চ্যান্সেলর মার্কেল

মানবজমিন ডেস্ক

১৪ মার্চ ২০১৮, বুধবার, ৭:০৮ পূর্বাহ্ন

চতুর্থ বারের মতো জার্মানির চ্যান্সেলরের শপথ গ্রহণ করেছেন অ্যাঙ্গেলা মার্কেল। বুধবার দেশটির পার্লামেন্ট রিকসট্যাগে ৩৬৪-৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। এদিন ভোটদানে বিরত ছিলেন পার্লামেন্টের ৯ সদস্য। এর মধ্য দিয়ে জার্মান রাজনীতিতে প্রায় অর্ধ বছরের অচলাবস্থার অবসান ঘটলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, রিকসট্যাগে গোপন ব্যালটে ভোট দেন জার্মানির আইন প্রণেতারা। এদিন সদ্যগঠিত মধ্যবামপন্থী জোটের ৩৫ সদস্য মার্কেলের বিরুদ্ধে ভোট দেন। জার্মানিতে মার্কেলের দল ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) জোটকে অনেকে ব্যাঙ্গাত্মকভাবে ‘গ্রোকো’ নামে অভিহিত করেছেন। এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কোন দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় অ্যাঙ্গেলা মার্কেলকে দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট  ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার।
ডয়েচে ভেলের খবরে বলা হয়, নির্বাচনে ম্যার্কেলের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ভোটাভুটির সময় প্রথমবারের মতো মার্কেলের মা হেরলিন্ড কাজনারও স্বামী ইওয়াখিম সাওয়ার উপস্থিত ছিলেন। ম্যার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটেকি দল,(সিডিইউ) বাভারিয়া রাজ্যে তাদের অংশীদার দল সিএসইউ এবং সরকার গঠনে জোটসঙ্গী দল সামাজিক গণতন্ত্রী, এসপিডি দলের মোট আসন সংখ্যা ৩৯৯। এরপর স্থানীয় সময় দুপুর ১২ টায় প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ারের কার্যালয়ে চ্যান্সেলর হিসেবে শপথ নেন মার্কেল। সন্ধ্যায় মন্ত্রীদের শপথ নেয়ার কথা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status