বিনোদন

আলাপন

‘এত বড় সেট আমাদের ফিল্মে অনেক দিন পর দেখলাম’

কামরুজ্জামান মিলু

১৪ মার্চ ২০১৮, বুধবার, ১০:০৩ পূর্বাহ্ন

১৯৯৮ সালে ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে নায়ক হিসেবে ঢালিউডে পথচলা শুরু করেন ফেরদৌস। অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করা এই চিত্রনায়ক আজও সমানতালে অভিনয় করে যাচ্ছেন। ওপার বাংলাতেও বেশকিছু ছবিতে তিনি অভিনয় করেছেন। বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে ফেরদৌস বলেন, সবশেষ কিছুদিন আগে মানিকগঞ্জে মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ ছবির কাজ করে ঢাকায় ফিরেছি। এ ছবিতে আমার বিপরীতে জয়া আহসান অভিনয় করেছেন। অনেক বড় একটি সেটে কাজ হচ্ছে। এত বড় সেট আমাদের ফিল্মে অনেক দিন পর দেখলাম। একে তো অনুদানের ছবি, সেও আবার বিষয়ভিত্তিক, ভালো লেগেছে কাজটি করে। এ ছবিতে দর্শক বিনোদনের মধ্য দিয়ে আমাদের সার্কাস শিল্প ও সমাজের কিছু চিত্র দেখতে পাবেন। এছাড়া ‘গন্তব্য’ নামে একটি ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ছবিতে কি ধরনের গল্প দর্শক দেখতে পাবেন জানতে চাইলে তিনি বলেন, এটা একটি ভিন্ন ধরনের গল্প। ছয় বন্ধু মিলে একটি চলচ্চিত্র নির্মাণ এবং সেই চলচ্চিত্রটি সারাদেশে প্রদর্শন করানোর ঘটনা নিয়ে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। গল্পে আছে দুটি ভাগ, একটি শহরের, অন্যটি গ্রামের। রোমান্টিক ধাঁচের ছবি তো অনেক হলো। আরো হবে। কিন্তু এখন গতানুগতিকতা থেকে বের হয়ে কাজ করতে চাই। সেই দৃষ্টিভঙ্গি থেকে এটি হচ্ছে আমার মনের মতো একটি ছবি। এটি পরিচালনা করেছেন অরণ্য পলাশ। এতে আমার বিপরীতে আইরিন অভিনয় করেছেন। এদিকে চলতি বছরের শুরুতে ফেরদৌস ও জয়া আহসান অভিনীত ছবি ‘পুত্র’ মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন সাইফুল ইসলাম মাননু। এর বাইরে এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে ফেরদৌস অভিনীত নির্মাতা রেজা গালিবের ছবি ‘কালের পুতুল’-এর প্রিমিয়ার হয়। এদিকে তার অভিনয়ে চলতি বছর বেশকিছু ছবি সামনে মুক্তি পাবে বলে জানান ফেরদৌস। তিনি বলেন, এ বছরে বেশকিছু ভালো ছবি প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন। এরমধ্যে ‘পোস্ট মাস্টার ৭১’, ‘গন্তব্য’, ‘মেঘকন্যা’ ও ‘পবিত্র ভালোবাসা’-এই চারটি ছবির শুটিংসহ সব কাজ শেষ। ছবিগুলো খুব শিগগিরই মুক্তি পাবে। এছাড়া ‘বিউটি সার্কাস’ ও ‘শূন্য হৃদয়’ ছবির কাজ খুব শিগগিরই শেষ হয়ে যাবে। আমি খুব বেছে বেছে ভিন্ন ধরনের ছবিতে কাজ করার চেষ্টা করি। যে ছবির গল্প অনেক ভালো, দর্শকের হৃদয় স্পর্শ করবে, তেমন ছবিতেই অভিনয় করি। কারণ আমার কাছে মনে হয় একজন অভিনয়শিল্পীর প্রতিটি কাজই চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। গত বছর নিজের প্রযোজনায় ‘পোস্টমাস্টার ৭১’ এর কাজ শুরু করেছিলেন ফেরদৌস । চ্যানেল আইয়ের সহযোগিতায় এ ছবির কাজও প্রায় শেষ। এটা তার প্রযোজনায় দ্বিতীয় ছবি। ফেরদৌস ছবিটি নিয়ে বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মুক্তিযুদ্ধের সময় একজন পোস্টমাস্টারের একটি প্রেমকাহিনি উঠে আসবে ছবিতে। একটি গানের দৃশ্যায়ন বাকি ছিল। এটা শেষ করে ডাবিংয়ের কাজ করেছি আমরা। ‘হঠাৎ বৃষ্টি’, ‘সন্তান যখন শত্রু’, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘সবার উপরে প্রেম’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘মেহের নেগার’, ‘নন্দিত নরকে’, ‘খায়রুন সুন্দরী’, ‘রানীকুঠির বাকি ইতিহাস’, ‘গঙ্গাযাত্রা’, ‘গোলাপি এখন বিলেতে’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘গেরিলা’, ‘এক কাপ চা’সহ প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন এই সুদর্শন অভিনেতা। সামনে নতুন কি ছবির কাজ শুরু করবেন জানতে চাইলে ফেরদৌস বলেন, সামনে দুটি নতুন ছবির কাজ শুরু করছি। ছোট পর্দার পরিচিত নির্মাতা অঞ্জন আইচ পরিচালিত একটি ছবিতে কাজ করব। প্রাথমিকভাবে তিনি ছবির নাম ভেবেছেন ‘রূপবতী’ আর ‘জলছবি’। শিগগিরই এর মধ্য থেকে একটি নাম চূড়ান্ত হবে। এই ছবির বড় শক্তি গল্প। গল্পটা শোনার পর রাজি হতে সময় লাগেনি। ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন প্রভা। এটা পুরোপুরি বিনোদনে ভরপুর ছবি। এছাড়া জি এম ফারুকের ‘যদি আরেকটু সময় পেতাম’ ছবিতেও সামনে কাজ করব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status